মোস্তাফিজুর রহমান, কলকাতা, আপনজন: “কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই,
দেখি কলিকাতা আছে কলিকাতাতেই।”-রবি ঠাকুরের এই সহজ পাঠের কবিতার সাথে ছন্দ মিলিয়ে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে একটা কথাই মাথায় আসছে, ‘মহামেডান আছে,মহামেডানেই’।
কবি’র যেমন ঘুম ভাঙ্গতেই বাস্তবতা পরিলক্ষিত হয়েছিল,তেমনি আইএসএল স্বপ্নে বিভোর মহামেডান সমর্থকদের স্বপ্নও বাস্তবের রুক্ষ্ম মাটিতে আছড়ে পড়লো কাল।ছাইচাপা আগুন রূপ নিলো বিস্ফোরণে।
হঠাতই অনুশীলন বয়কট মহামেডান খেলোয়াড়দের। কারনটা সেই পুরনো।বেতন পাচ্ছেন না।২০২৫ এসে আধুনিকীকরণের যুগে মহামেডানে আজও পুরনো ট্রাডিশন। ইনভেস্টর হিসাবে শ্রাচী আসায় আশার আলো দেখেছিলেন মহামেডান সমর্থকরা।কিন্তু ম্যাচের আগেরদিন এহেন দৃষ্টিকটু ব্যাপার তাদের মোহ কেড়ে নিয়েছে।সোশ্যালমিডিয়ায় তাঁরা ক্ষোভে ফেটে পড়েন।ফলস্বরূপ আসরে নামতে বাধ্য হন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি। তিনি আশ্বাস দিলে ঘন্টাখানেক পরে অনুশীলনে ফেরেন খেলোয়াড়রা। বৃহস্পতিবার খেলোয়াড়দের অভিযোগ শুনবেন তিনি।ডাকা হয়েছে ইনভেস্টর কর্তাদেরও।এখন দেখার বিষয় এই ডামাডোল পরিস্থিতিতে খেলোয়াড়রা আজ চেন্নাইনের সাথে কতটা ফাইট দিতে পারে।
আজ আইএসএলে
মহামেডান বনাম চেন্নাইন এফসি।
সময় -৭.৩০
স্থান - কিশোরভারতী ক্রীড়াঙ্গন।
সরাসরিঃ স্পোর্টস ১৮ তে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct