আপনজন ডেস্ক: বর্তমান পরিপ্রেক্ষিতে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে ইমামদের ভূমিকা কি হবে তা নিয়ে একাধিক পরামর্শ দিলেন ইমাম নেতৃত্ব ৷ পাশাপাশি শীতের মরসুমে ইমাম-মুয়াজ্জিনদের সহায়তায় এগিয়ে এলো ইমাম সংগঠন ৷
‘অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনে’র মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে রবিবার ও সোমবার পৃথক দুই কর্মসূচি থেকে দুই জেলার সহস্রাধিক ইমাম-মুয়াজ্জিনের হাতে কম্বল তুলে দেওয়া হয় ৷ উপস্থিত ছিলেন ‘অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনে’র রাজ্য সভাপতি মাওলানা মোহাম্মদ বাকিবিল্লা সাহেব ৷ এ দিন তিনি বর্তমান পরিপ্রেক্ষিতে এবং সমাজ সংস্কারের ক্ষেত্রে ইমামদের ভূমিকা কি হবে তা নিয়েও বক্তব্য রাখেন ৷ তিনি বলেন, শীতের মরসুমে ইমাম-মুয়াজ্জিনদেরকে উপহার হিসেবে কম্বল দেওয়া হলো ৷ সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজুল বৈদ্য সাহেব এবং আরও উপস্থিত ছিলেন ডঃ বশির উদ্দিন, আফসার হোসেন, আব্দুল আজিজ, রুহুল আমিন, মাওলানা মোঃ মোস্তফা, প্রেমচাঁদ নুনিয়া, ফিরোজ আলম প্রমুখ ৷
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct