নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: শিয়ালদহ ডিভিশনে শিয়ালদহ- ডানকুনি সেকশনে বালিঘাট এবং বালিহাল্টের মধ্যে রেল ওভার ব্রিজে পুরানো স্টিলের গার্ডার প্রতিস্থাপন করে আরেকটি বিশাল পরিকাঠামো প্রকল্প সম্পন্ন করার কাজ শুরু হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ রেল সেতুটি ১৯৩১সালে ব্রিটিশ শাসনামলে তৈরি হয়েছিল। ব্রিজ নং১৫ সিসিআর-এর পুরানো স্টিলের গার্ডারটি মূলত বার্ধক্যজনিত কারণে অত্যন্ত ক্ষয় হয়েছে। আরওবিকে জরুরী ভিত্তিতে প্রতিস্থাপন করা দরকার যা সেফটি লাইনের ক্ষমতা এবং অবশ্যই সেকশনের গতি বাড়াবে বলে মনে করছে পূর্ব রেল কর্তৃপক্ষ। আরসিসি বক্স সরবরাহ করে নির্মাণ নির্মাণ কাজ শেষ করে রক্ষণাবেক্ষণের জন্য দমদম- ডানকুনি সেকশনে ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে ২৩ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি ৪টা পর্যন্ত। ১০০ঘন্টা ট্রাফিক কাম পাওয়ার ব্লক থাকবে। এই সময়ের মধ্যে যে ট্রেনগুলি বাতিল থাকবে তা হল--- শিয়ালদহ এবং ডানকুনির মধ্যে ২০ জোড়া লোকাল ট্রেন ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত বাতিল থাকবে৷ সেই হিসেবে, শিয়ালদহ ডানকুনি বিভাগে উল্লিখিত ৪ দিনের জন্য কোনও ইএমইউ চলাচল করবে না।
এছাড়া আরো যে ট্রেনগুলি বাতিল থাকবে তা হল--- ৬ জোড়া মেল/এক্সপ্রেস ট্রেন ।যেমন, কলকাতা-পাটনা গরীবরথ, তেভাগা এক্সপ্রেস, শিয়ালদহ-সিউরি এক্সপ্রেস, ডিব্রুগড়-কলকাতা এক্সপ্রেস, শিয়ালদহ-জাঙ্গিপুর রোড এক্সপ্রেস এবং শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি এক্সপ্রেস।
যে ট্রেন গুলির যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হবে সেগুলি হল----উত্তরবঙ্গ ও শিয়ালদহ পুরী দুরন্ত এক্সপ্রেস ।
এই চার দিন শিয়ালদহের পরিবর্তে হাওড়া থেকে ছাড়বে এই ট্রেন গুলি।
এর পাশাপাশি ডাইভারশন হবে ১৬ জোড়া মেল/এক্সপ্রেস ট্রেনগুলি। দমদম-নৈহাটি হয়ে ব্লকের দিনগুলিতে যেমন জম্মু তাওয়াই এক্সপ্রেস, বিকানের দুরন্ত, অনন্যা এক্সপ্রেস, আগ্রা ক্যান্টের মাধ্যমে ডাইভার্ট করা হবে। এক্সপ্রেস, শব্দ ভেদী এক্সপ্রেস, নাঙ্গল ড্যাম এক্সপ্রেস, শিয়ালদহ রাজধানী, পদাতিক, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, শিয়ালদহ আজমির এক্সপ্রেস, আনন্দ বিহার সম্পকক্রান্তি এক্সপ্রেস, জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, প্রতাপ এক্সপ্রেস, জালিওয়ানবাগ এক্সপ্রেস ট্রেন গুলি অন্য দিকে দিয়ে ঘুরে পথে চলাচল করবে ।বাতিল হওয়া মেল/এক্সপ্রেস ট্রেনের টিকিটের ভাড়া স্বয়ংক্রিয়ভাবে ফেরত দেওয়া হবে। সমগ্র বিভাগে নিরাপত্তা, নিরাপত্তা এবং গতি বৃদ্ধির স্বার্থে এই চারদিন ওই শাখায় ট্রেন চলাচল ব্যাহত হবে। কয়েকটি মেল/এক্সপ্রেস ট্রেন কামারকুন্ডু স্টেশনের পরিবর্তে নৈহাটি স্টেশনে স্টপেজ দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct