তানজিমা পারভিন, হরিশ্চন্দ্রপুর, আপনজন: নিখোঁজ হওয়ার এক বছর পর বিহারের কাটিহার রেল স্টেশন থেকে মানসিক ভারসাম্যহীন যুবককে খুঁজে পেলেন পরিবারের লোকেরা। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাসিন্দা সন্দীপ দাস (৩৬) দীর্ঘ এক বছর ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের লোকেরা কোনও খোঁজ পাচ্ছিলেন না। স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। শুক্রবার হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রামের যুবক তথা মেডিকেল স্টুডেন্ট তোহিদ রেজা সেই যুবকের এক ভিডিও ও ছবি নিজের ফেসবুক প্রোফাইলে আপলোড করেন। সেই ছবি দেখে যুবকের পরিবার তাকে চিনতে পারেন। এরপর তোহিদের সঙ্গে যোগাযোগ করে যুবকের পরিবারের লোকেরা কাটিহার রেল স্টেশনে ছুটে আসেন। ৮ নং প্লাটফর্মে তাকে খুঁজে পান। তোহিদ বলেন,আমি দীর্ঘ একবছর ধরে পাগল ও মানসিক ভারসাম্যহীন মানুষের সন্ধান করে তার সেবশুশ্রূষা করি। নিজের হাতে চুল ও দাড়ি কেটে নোংরা জামা কাপড় পাল্টে নতুন জামা কাপড় পড়িয়ে দি। এছাড়াও খাওয়া দেওয়া প্রভৃতি কাজ করে থাকি। ইতিমধ্যে ১৭ জন পাগলের এই পরিসেবা দিয়েছি। বাংলা ও বিহারের যেখানে খবর পায় সেখানে ছুটে গিয়ে এই কাজ করি। শুক্রবার কাটিহার রেল স্টেশনে সন্দীপের দেখা পাই। তার ভিডিও ও ছবি করে ফেসবুকে আপলোড করি। এরপর পরিবারের লোকেরা খোঁজ পেয়ে আমার সঙ্গে যোগাযোগ করে। আমি তাদেরকে সঙ্গে নিয়ে গিয়ে তার খোঁজ দি।
নিখোঁজ যুবকের দাদা গোপালদাস বলেন, আমার ভাইয়ের স্ত্রী এক বছর আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়ে বাবার বাড়ি চলে গিয়েছে। তার তিন বছরের এক মেয়ে রয়েছে। স্ত্রীকে একাধিকবার আনার চেষ্টা করলেও সে আসেনি। সেই থেকে মানসিক চাপে ভাই পাগল হয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে যায়। খোঁজ করেও কোনও সন্ধান পাচ্ছিলাম না। ফেসবুকে ছবি দেখে তার খোঁজ পেলাম। এখন চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct