জিয়াউল হক, হুগলি, আপনজন: হুগলি জেলার পান্ডুয়া বিধানসভার খন্যান রেলপাড় এলাকা, স্কুল ছাত্রী জানান জন্ম থেকেই রেল পাড়ে এই জায়গায় বড় হয়েছি, ভেবেছিলাম এখান থেকেই মাধ্যমিক দেবো, কিন্তু এক চিলতে ঘরটাও ভেঙ্গে দিয়েছে রেল কর্তৃপক্ষ, এখন পাড়াশুনা করার মতো যায়গাও নেই, তাই কিভাবে মাধ্যমিক পরীক্ষা দেবো জানিনা।
অন্য দিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে বহুবার রেলের তরফ থেকে নোটিশ করার পরেই আমরা ভেঙ্গে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি , এলাকাবাসী জানান নোটিশ দিলেও তাতে কোনো তারিখ লেখা ছিলোনা, তাই আমরাও কোনোরকম ব্যাবস্থা করতে পারিনি, হঠাৎই রেলের বুলডোজার এসে প্রায় ১০০ টি ঘর ভেঙ্গে তছনছ করে দিয়ে গেছে
হুগলি জেলার পান্ডুয়া বিধানসভার খন্যান রেলপাড় এলাকায় ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনার কথা উঠে এসেছে। মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া এক স্কুলছাত্রী এবং তার পরিবার বর্তমানে গৃহহীন অবস্থায় রাস্তায় বসবাস করছেন। রেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে তাদের মাটির বাড়িটি ভেঙে ফেলা হয়েছে।
স্কুলছাত্রীর বক্তব্য:
ছাত্রীটি জানিয়েছেন, জন্ম থেকেই তিনি রেলপাড়ের ওই এলাকায় বসবাস করছেন। তার ইচ্ছা ছিল সেখান থেকেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার। কিন্তু হঠাৎ করেই রেল কর্তৃপক্ষ এসে একমাত্র থাকার ঘরটুকুও ভেঙে দিয়েছে। বর্তমানে পরিবারের সঙ্গে রাস্তায় বসবাস করতে বাধ্য হচ্ছেন। পড়াশোনার পরিবেশ হারিয়ে ফেলার ফলে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
রেল কর্তৃপক্ষের দাবি:
রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, বহুবার তারা নোটিশ দিয়েছেন এবং এরপরই বাড়িঘর ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মতে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলকৃত জায়গাগুলি খালি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এলাকাবাসীর বক্তব্য:
অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে রেলের তরফ থেকে নোটিশ দেওয়া হলেও তাতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ ছিল না। ফলে তারা কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেননি। হঠাৎ করেই রেলের বুলডোজার এসে প্রায় ১০০টি ঘর তছনছ করে দিয়ে যায়। এতে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে এবং তাদের জীবন-জীবিকা চরম সংকটের মুখে পড়েছে।
সমস্যার পরিণতি:
এই ঘটনার ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীরা। তাদের পড়াশোনার পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে এবং জীবনের গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে এমন পরিস্থিতি তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। পরিবারগুলিও রেলপাড়ে থাকার স্থায়ী সমাধানের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছে।
এখন প্রশ্ন উঠছে, মানবিকতার দিক থেকে এই পরিস্থিতি মোকাবিলা করতে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সরকারের এবং রেলের মধ্যে সমন্বয় ঘটিয়ে কি এই পরিবারগুলির জন্য কোনো স্থায়ী সমাধান সম্ভব? এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থেকে আরও উদ্যোগ এবং এলাকাবাসীর সহায়তা প্রত্যাশা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct