সাদ্দাম হোসেন, জলপাইগুড়ি, আপনজন: জনসাধারণের জন্য খুলে গেলো পরিযায়ী পাখিদের অন্যতম পছন্দের আবাসস্থল তথা গোসাইরহাট ইকো পার্ক। দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে এদিন এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্যটক এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো এই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা ইকো পার্কটিকে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের প্রত্যন্ত বনবস্তি এলাকায় বাম আমলে এই ইকো পার্কটি নির্মিত হলেও দীর্ঘ কয়েক দশক ধরে বন্ধ থাকায় অবহেলায় থাকায় একপ্রকার ভগ্নদশার রূপ নিয়েছিল। পরিযায়ী পাখিদের অন্যতম পছন্দের আবাসস্থল গোঁসাইরহাট ইকো পার্কটি নতুন রূপে সেঁজে ওঠায় খুশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পর্যটকেরা। এই প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েতের উপ-প্রধান রবি রাভা বলেন ,এই পার্ক সংস্কার করে খুলে দেওয়ায় এলাকার অর্থনৈতিক অবস্থার যেমন উন্নতি হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct