সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: শুরু হয়ে গেছে এবছরের গঙ্গা সাগর মেলা। আর এই মেলার মাঝে রবিবার গঙ্গাসাগরে এসে স্নান করতে গিয়ে এক পূণ্যার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘটলো। আচমকা অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে গেলেও তাঁর শেষরক্ষা হয়নি।গঙ্গাসাগর মেলায় ক্রমশ বাড়ছে ভিড়।মঙ্গলবার সংক্রান্তি আর তাঁর আগে জনসমুদ্রে পরিণত হচ্ছে গঙ্গাসাগর।এবারই প্রথম গঙ্গাসাগর মেলায় এসেছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা অবদেশ তিওয়ারি(৫৯)।রবিবার সকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। সেখানেই অবদেশকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।সোমবার গঙ্গাসাগরে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটলো হরিয়ানা থেকে আগত ৫৯ বছরের দেব ও উওরপ্রদেশ থেকে আগত রাজেশ্বর নামে দুই তীর্থযাত্রীর।গত দুদিনে গঙ্গা সাগরে এসে মৃত্যুর সংখ্যা তিন।গত দুদিনে অসুস্থ পাঁচ জন।তাঁরা হলো- ঠাকুর দাস(৭০), বাড়ি উওরপ্রদেশ, মহারানী মন্ডল (৮৫),বাড়ি দক্ষিন ২৪ পরগনা, রাজকুমার পান্ডে(২০),বাড়ি উওরপ্রদেশ, দেবীলাল যাদব (৭৫), বাড়ি বিহার, সন্তোষ পান্ডে (৫০), বাড়ি মধ্যপ্রদেশ। অসুস্থ তীর্থযাত্রীদের এয়ার লিফটে করে কলকাতার এম আর বাঙুর হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার বিকাল ৫ টা পর্যন্ত ৫৫ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct