মনিরুজ্জামান, বারাসত, আপনজন: মধ্যমগ্রামের দিগবেড়িয়া নদীভাগ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দুদিন ব্যাপী ১৬ দলীয় দিনরাতের এক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার থেকে। এবার ছিল এই প্রতিযোগিতার ২৫ তম বর্ষ।এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে নগদ ১ লক্ষ ২১ হাজার ১০১ টাকা এবং স্বর্গীয় অজিতকুমার মৈত্র নামাঙ্কিত ট্রফি পায় ঘুনি মহমেডান স্পোর্টিং ক্লাব।রানার্স নদীভাগ নিউ এম এস ফিনিশিং নগদ ১ লক্ষ ১০ হাজার ১০১ টাকা এবং মরহুম হাজী আব্দুল সাত্তার নামাঙ্কিত ট্রফি পায়।প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ঘুনি মহমেডান স্পোটিং ক্লাবের অসীম। প্রতিযোগিতার সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন নদীভাগ নিউ এম এস ফিনিশিং-এর সুলতান মন্ডল।প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা নদীভাগ নিউ এম এস ফিনিশিং-এর রাকেশ এবং ফাইনালের ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন ঘুনি মহমেডান স্পোর্টিং ক্লাবের সুরাজ সিং।এই নক আউট ফুটবল প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডাঃ সুদর্শন ঘোষ দস্তিদার,খাদ্যমন্ত্রী রথীন ঘোষ,দমকলমন্ত্রী সুজিত বসু, বারাসাতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার, বিধায়ক তাপস চ্যাটার্জি, বিধায়ক নারায়ণ গোস্বামী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ ও অচিরাচর শক্তি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ মফিদুল হক সাহাজি,মধ্যমগ্রাম পুরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ,বারাসাত পুরসভার পৌরপ্রধান অশনি মুখার্জি, সুভাষ ব্যানার্জি,প্রহ্লাদ দত্ত, বাপি মন্ডল সহ বিশিষ্টজনেরা।প্রচুর মানুষ দিনরাতের দু’দিন ব্যাপী এই ফুটবল প্রতিযোগিতা উপভোগ করেন।ফুটবল নিয়ে জাগলারি প্রদর্শনী উপস্থিত দর্শকদের কাছে ছিল বাড়তি পাওনা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct