আপনজন ডেস্ক: আর্সেনাল ১ (৩): ১ (৫) ম্যানচেস্টার ইউনাইটেড।
আলতায় বায়িনদির! ম্যানচেস্টার ইউনাইটেডের অবিশ্বাস্য জয়ের নায়কের নাম। বাড়ি তুরস্কে। ২০২৩ সালে ইউনাইটেডে যোগ দেওয়ার পর এ মৌসুমে লিগ কাপে তিনটি ম্যাচ খেলা ছাড়া ম্যানচেস্টারের ক্লাবটির জার্সি গাঁয়ে ওঠেনি তাঁর। সেই বায়িনদির এফএ কাপে প্রথমবার খেলতে নেমেই নায়ক হলেন ইউনাইটেডে। নির্ধারিত সময়ে একটি ও টাইব্রেকারে আরেকটি পেনাল্টি ঠেকিয়ে আর্সেনালের বিপক্ষে ১০ জনের ইউনাইটেডকে জেতালেন বায়িনদির। টাইব্রেকারে ৫-৩ গোলে জিতেছে ইউনাইটেড।
এমিরেটসে রোববারের ম্যাচটি নির্ধারিত সময়ে অমীমাংসিত ছিল ১-১ গোলে।
অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে আর্সেনালে কাই হাভার্টজের নেওয়া দ্বিতীয় শটটি বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বায়িনদির। ইউনাইটেড টাইব্রেকারে পাঁচ শটেই গোল পেয়েছে। ইউশুয়া জির্কজি পঞ্চম শটটি জালে প্রবেশ করতেই নিশ্চিত হয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা উঠে গেছে চতুর্থ রাউন্ডে। আর্সেনালের পঞ্চম শট নেওয়ার আর দরকার পড়েনি। বায়িনদির নির্ধারিত সময়ে পেনাল্টি ঠেকিয়েছিলেন ৭২ মিনিটে। মার্টিন ওডেগার্ডের নেওয়া শটটিও বাঁয়ে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন। পেনাল্টি বক্সে ফাউলের শিকার হয়েছিলেন কাই হাভার্টজ।
পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে হাতাহাতিতে জড়ায় দুই দলের কিছু খেলোয়াড়। এই পেনাল্টির ১০ মিনিট আগেই ১০ জনের দল হয়ে যায় ইউনাইটেড। মিকেল মেরিনোকে স্লাইডিং ট্যাকল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মার্চিং অর্ডার পান দালোত। ১০ মিনিট আগে ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যাওয়া ইউনাইটেড তাতে একটু খেই হারায়। দালোত বিদায় নেওয়ার পরের মিনিটেই সমতা ফেরায় আর্সেনাল। গ্যাব্রিয়েলে মার্তিনেল্লির ক্রসে ভলি করে গোল করেন আরেক গ্যাব্রিয়েল, মাগালাইস।
এরপরের গল্পটা ইউনাইটেডের প্রতিরোধ ও পাল্টা আক্রমণে মাঝেমধ্যে আর্সেনাল ডিফেন্সকে তটস্থ রাখার। আর বায়িনদিরের নায়ক হওয়ার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct