আপনজন ডেস্ক: আসন্ন শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলে নেই প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। কামিন্স এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিতে থাকলেও গোড়ালির চোটের কারণে স্ক্যান করানোর কথা। আর মাসলের সমস্যায় ভোগা হ্যাজলউডকেও রাখা হয়েছে বিশ্রামে। তবে কামিন্স, হ্যাজলউড—দুজনকে নিয়েই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে অস্ট্রেলিয়া তাদের গ্রুপ পর্বের ম্যাচ খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে। অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের দলে ডাক পাওয়া খেলোয়াড়দের মধ্যে প্রথমবার কোনো আইসিসি টুর্নামেন্ট খেলবেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। প্রধান নির্বাচক জর্জ বেইলি খেলোয়াড় বাছাই নিয়ে বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’ অস্ট্রেলিয়ার দলটিতে বোলিং আক্রমণ সাজানো হয়েছে পেসারদের প্রাধান্য দিয়ে। কামিন্স, হ্যাজলউড ছাড়াও আছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস। স্পিনার মাত্র একজন—অ্যাডাম জাম্পা। ২০১৯ সালের পর থেকে পাকিস্তানে হওয়া ২৩ ওয়ানডেতে পেসারদের সাফল্যই এ ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে। এ সময়ে পেসাররা ৫.৭৭ ইকোনমিতে নিয়েছেন ১৯৯ উইকেট, স্পিনাররা ১২০। বর্তমানে ছেলে ও মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এখন ৫০ ওভার ক্রিকেটের আইসিসির অপর টুর্নামেন্ট চ্যাম্পিয়নস ট্রফি জয়ের লক্ষ্য দলটির। অস্ট্রেলিয়া টুর্নামেন্ট শুরু করবে ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ‘এ’ গ্রুপে থাকা আফগানিস্তানও ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। হাশতমউল্লাহ শহীদির নেতৃত্বাধীন দলটিতে জায়গা হয়নি অফ স্পিনার মুজিব উর রেহমানের।
প্রধান নির্বাচক আহমাদ সুলিমান খিল জানান, চিকিৎসক মুজিবকে ৫০ ওভারের ক্রিকেট থেকে দূরে রেখে ২০ ওভারে মনোযোগী রাখতে বলেছেন। ওয়ানডেতে ফেরার আগে তাঁর আরও সময় দরকার। একই কারণে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও মুজিবকে খেলানো হয়নি।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।
আফগানিস্তান স্কোয়াড:
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতাল, রহমত শাহ, ইকরাম আলিখিল, গুলবদিন নাইব, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, আল্লাহ গজনফর, নুর আহমেদ, ফজলহক ফারুকি, ফরিদ মালিক ও নাভিদ জাদরান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct