আপনজন ডেস্ক: ইয়েমেনে বিদ্রোহী-অধিকৃত আল-বাইদা প্রদেশে একটি প্রাকৃতিক গ্যাস রিফিলিং সুবিধায় বিস্ফোরণে ১২ জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রবিবার দুই কর্মকর্তা এএফপিকে এই তথ্য জানিয়েছেন।
প্রদেশটির যোগাযোগ প্রধান আরেফ আল-ঘামরি জানিয়েছেন, ‘আল-জাহের এলাকার একটি রিফিলিং স্টেশনের স্টোরেজ সুবিধায় শনিবার বিস্ফোরণে আল-বাইদার ১২জন নিহত এবং ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।’
এদিকে রয়টার্সের প্রতিবেদনে হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মৃত্যুর সংখ্যা কমপক্ষে ১৭ জন বলা হয়েছে।এ ছাড়া আহতদের মধ্যে ৫০ জনের অবস্থা আশঙ্কাজনক বলে মন্ত্রণালয় জানিয়েছে। আবার কিছু সংবাদমাধ্যমের মৃতের সংখ্যা ১৫ বলেও উল্লেখ করা হয়েছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এ সংক্রান্ত কিছু ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা যায়, স্টেশনের আশেপাশে বেশ কয়েকটি গাড়িতে আগুন জ্বলছে। তবে এএফপি ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, ‘গ্যাস রিফিলিং স্টেশনটি গ্রাহকরা উপস্থিত থাকা অবস্থায় বিস্ফোরিত হয়েছিল।’ তিনি আরো যোগ করে বলেছেন, ‘বাজারের কাছে স্টেশনটির অবস্থান হওয়ায় বিপুল সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে।’ ইয়েমেনে এই ধরনের ঘটনা এটিই প্রথম নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct