সুভাষ চন্দ্র দাশ, বাসন্তী, আপনজন: দীর্ঘদিন যাবত চলছে পানীয় জলের সংকট।পানীয় জলের জন্য নাজেহাল এলাকার বাসিন্দারা।এবার বালতি,কলসি হাঁড়ি নিয়ে রাস্তা অবরোধ করে অবস্থান বিক্ষোভ করলেন এলাকার বাসিন্দারা।সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া পঞ্চায়েতের নলিয়াখালি এলাকায়। এদিন কয়েক হাজার গ্রামবাসী পানীয় জলের দাবীতে বিক্ষোভ অবস্থানে সামিল হয়। জানা গিয়েছে, বাসন্তী ব্লকের উত্তরমোকাম বেড়িয়া পঞ্চায়েতের নলিয়াখালি,উত্তর ও দক্ষিণ নারায়ণতলা গ্রামে কয়েক হাজার মানুষের বসবাস রয়েছে।অভিযোগ দীর্ঘ প্রায় চার বছর যাবত তাঁরা পানীয় জলের কষ্টে ভুগছেন।গ্রীষ্মকালে সেই সংকট আরো প্রকট রুপ ধারণ করে। এমত অবস্থায় এলাকায় বিশুদ্ধ পানীয় জলের পাইপ লাইন থাকলেও তারা জল পাচ্ছেন না। অভিযোগ পানীয় জল পেতে একাধিকবার বিভিন্ন ভাবে দরবার করেও সমস্যার সমাধান হয়নি।পাশাপাশি আরো অভিযোগ প্রতিবাদ করলেই কেস দেওয়ার হুমকি দেওয়া হয়।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় উত্তরমোকাবেড়িয়া পঞ্চায়েত প্রধান তানিয়া মন্ডল জানিয়েছে,“পানীয় জলের জন্য দ্রুত গতিতে পাইপ লাইনের কাজ চলছে। পাইপ লাইনের কাজ শেষ সকলেই পানীয় জল পাবে সেই চেষ্টা চলছে।’
অন্যদিকে বিক্ষোভ প্রসঙ্গে বাসন্তীর বিধায়ক শ্যামল মন্ডল জানিয়েছেন, ‘কাউকে যাতে না পানীয় জলের কষ্টে ভুগতে হয় তার জন্য পাইপ লাইনের কাজ চলছে।কাজ শেষ হলেই সকলেই জল পাবেন।কাজ যাতে খুব শীঘ্রই শেষ হয় সেই ব্যবস্থা করবেন’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct