নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: খড়গপুর আইআইটি-র ছাত্র ফাইজান আহমেদের মৃত্যুর পর সাম্প্রতিক সময়ে হারাতে হল সাকির আলি মোল্লা ও শাওন মালিকের মত দুই তরতাজা যুবককে। ঘটনার স্থান সেই খড়গপুর আইআইটি। স্টুডেন্টস ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা এই দুই যুবকের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করছে। প্রশাসনের তরফ থেকে দুই জনের মৃত্যুকেই ‘আত্মহত্যা’ বলে চালিয়ে দেওয়ার মত ঘৃণ্য প্রচেষ্টাকে সংগঠন তীব্র নিন্দা জানায়। সংগঠনের রাজ্য সভাপতি সেখ ইমরান হোসেন বলেন, “খড়গপুর আইআইটি-তে একের পর এক রহস্যজনক মৃত্যু সমাজে ভীতির সঞ্চার করেছে। প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ফাইজান থেকে সাকির ও শাওন সকলের মৃত্যুর দায় কর্তৃপক্ষকে নিতে হবে। তিনি আরও বলেন, “সাকিরের পরিবারের দাবি মেনে পরিকল্পিত হত্যার মামলা দায়ের করে অবিলম্বে তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct