সুব্রত রায়, কলকাতা, আপনজন: স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সোমবার একটি নির্দেশিকা দিয়ে রাজ্যের সব হাসপাতালে সুপার এবং চিপ মেডিকেল অফিসারদের জানিয়ে দেওয়া হল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর তৈরি রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন আর হাসপাতালে ব্যবহার করা যাবে না। যদি কোন হাসপাতালে ওই স্যালাইন মজুদ থাকে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এমন জায়গায় ওই স্যালাইনের বোতল সরিয়ে রাখতে হবে যাতে কেউ তা ব্যবহার করতে না পারে। নিম্নমানের রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইন থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি রা অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে গোটা রাজ্যের শোরগোল তৈরি হয়েছে। তাই সব হাসপাতালকে অবিলম্বে ওই সংস্থার স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য দফতর। সম্প্রতি মেদিনীপুর মেডিকেল হাসপাতালে অসুস্থ হয়ে পড়েছিলেন পাঁচ প্রসূতি। তার মধ্যে একজন মারা যান। বাকি তিন জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা চলছে। হাসপাতালে নিম্নমানের স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের তার জেরে অসুস্থ হয়ে পড়েন তারা।
এরপরেই ওই সংস্থার স্যালাইন নিষিদ্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দফতর। অবশেষে সোমবার ওই স্যালাইন ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়। স্যালাইনে অঘটন কাণ্ডে ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠন করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। ওই স্যালাইনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ড্রাগ কন্ট্রোলে। ওই স্যালাইনের গুণমান নিয়ে প্রশ্ন ওঠায় গত ১০ডিসেম্বর স্যালাইনের উৎপাদন ও সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছিল রাজ্যের ড্রাগ কন্ট্রোল। এর আগে কর্ণাটক সরকার গত নভেম্বর মাসে ওই স্যালাইন উৎপাদক সংস্থাটিকে কালো তালিকা ভুক্ত করেছিল। ইতিমধ্যে এই স্যালাইন কাণ্ডে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন কারোর গাফি লতি তদন্তে চিহ্নিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct