আপনজন ডেস্ক: সোমবার সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি স্বাক্ষর করে ১ লাখ ৭৫ হাজার ২৫ জন হজযাত্রীর কোটা চূড়ান্ত করেছে ভারত। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু এবং জেদ্দায় সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করেন। তবে, ভারতের তরফে আরও দশ হাজার কোটা বাড়ানোর অর্জি জানানো হলেও পূর্ব নির্ধারিত কোটাই বহাল রাখল সৌদি আরব কর্তৃপক্ষ।
এই চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া এক্স-এ লেখেন, সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী তৌফিক বিন ফাওজান আল-রাবিয়ার সঙ্গে হজ চুক্তি ২০২৫ সই হয়েছে। ২০২৫ সালের হজের জন্য ভারত থেকে ১,৭৫,০২৫ জন তীর্থযাত্রীর কোটা চূড়ান্ত করা হয়েছে। আমরা আমাদের সমস্ত হজযাত্রীদের সম্ভাব্য সর্বোত্তম পরিষেবা সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিজিজু বরেন, সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ডঃ তৌফিক বিন ফাওজান আল রাবিয়ার সাথে বৈঠকে আমরা ২০২৫ সালের হজ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং ভারতীয় তীর্থযাত্রীদের তীর্থযাত্রার অভিজ্ঞতা আরও উন্নত করার পদক্ষেপগুলি অনুসন্ধান করেছি। এতে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কও জোরদার হবে।
এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি এই চুক্তিকে স্বাগত জানাচ্ছেন, যা ভারত থেকে হজযাত্রীদের জন্য একটি “দুর্দান্ত খবর”। তিনি বলেন, আমাদের সরকার ভক্তদের জন্য তীর্থযাত্রার উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গত মাসে রাজ্যসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে রিজিজু বলেছিলেন, ভারতের জন্য বরাদ্দকৃত মোট হজযাত্রী কোটার ৭০ শতাংশ ভারতের হজ কমিটি পরিচালনা করবে ও বাকি ৩০ শতাংশ বেসরকারি হজ পরিবহণ সংস্থার জন্য বরাদ্দ করা হবে। যা ৫ আগস্ট, ২০২৪ এ জারি করা হজ নীতি -২০২৫ এর মাধ্যমেও জানানো হয়েছে। যদিও ২০২৪ সালে হজ কমিটি ৮০ শতাংশ এবং বেসরকারি হজ পরিবহণ সংস্থা ২০ শতাংশ কোটা পেয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct