আজিজুল হক, সোনারপুর, আপনজন: ফুলের মত শিশুদের মধ্যে ইসলামের সৌরভ সৌরভূত করার লক্ষ্যে ‘দ্বীনিয়াত মুনাজ্জাম মক্তবের’ মক্তবি শিক্ষার মধ্য দিয়ে ২০ হাজার শিশুদের বিকাশে যে গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে এটাই বড় কাজ। সেই সঙ্গে হাজি জানে সেখ কলেবর সমৃদ্ধ সুদৃশ্য ‘আবাবিল’ পত্রিকা প্রকাশ ও শিশুদের মধ্যে প্রতিভা বিকাশে ইসলামিক বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এক গৌরবময় ভূমিকা পালন করল সাউথ বেঙ্গল দ্বীনিয়াত চ্যারিটেবল ট্রাস্ট ।’ রবিবার সোনারপুর থানার কামাল গাজীতে জয় হিন্দ অডিটরিয়ামে বাংলা দ্বীনিয়াত সম্মেলনে প্রধান অতিথির ভাষণে একথা ব্যক্ত করেন রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান।
অডিটোরিয়ামে লোক সমাগমে পূর্ণ সম্মেলনে আহমদ হাসান ইমরান তার বক্তব্যে আরো জানান, জাহান জুড়ে ইসলাম ধর্মের প্রচার, প্রসার ও ব্যাপ্তিতে নারীদের ভূমিকা অনেক। ইসলামের বিকাশে বিশেষ করে তিন নারীর ভূমিকা চিরস্মরণীয় হয়ে রয়েছেন মা খাদিজা রা:, মা সুমাইয়া রা: এবং মা আয়েশা সিদ্দিকার রা:। মা খাদিজা প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। মা সুমাইয়া প্রথম নারী শহীদ এবং মা আয়েশা সিদ্দিকা হয়রতের অত্যন্ত সহযোগী ছিলেন। তাগের মধ্যে দিয়ে তিনি হযরতের জীবনের অনেকটাই কভার করেন। তাদের আত্মত্যাগ ইসলামের ব্যাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রকৃত অর্থে মেয়েরা ছাড়া ইসলাম এগোতে পারে না। যে সমাজের ছেলে ও মেয়েরা শিক্ষিত হয় সেই সমাজ এগোতে থাকে।তিনি আরো জানান, গাজায় শিশু ও নারীদের যে অবর্ণনীয়ভাবে হত্যা করা হচ্ছে তা নিন্দনীয়। হত্যা হওয়া কাফন আবৃত শিশুদের দেখে মায়েদের বুকফাটা কান্না থাকলেও ইসলাম ধর্মের প্রতি তাদের মধ্যে অগাধ ভালোবাসা। কান্নারত মায়েরা বলছেন- আরও যদি সন্তান আমাদের থাকতো আমরা আল্লাহর পথে এগিয়ে দিতাম। সম্মেলনে দক্ষিণ ২৪ পরগনা জেলার ১১ টা জোনের ছাএ- ছাত্রীরা উপস্থিত ছিলেন। সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, হুগলি ও বীরভূম জেলার মোট ৩৫ জন ছাত্রছাত্রী ফাইনাল প্রেজেন্টেশনে অংশ নেন। হাজি মুহসিন সরদার, হাজি আকরাম, হাজি আব্দুল আজিজ, হাজি শেখ জানে আলম, হাজি নাসির উদ্দিন মন্ডল ,হাজি দরবেশ আলি লস্করের, হাজি খায়ের সাহেবদের পরিচালনায় এই মক্তব স্থাপনের কাজ চলছে। সাউথ বেঙ্গল ট্রাস্ট এর মাধ্যমে প্রায় ২২৫ টা দ্বীনিয়াত মক্তব খোলা হয়েছে। কুড়ি হাজার ছাত্রছাত্রী সাধারণ শিক্ষার সঙ্গে ইসলাম ধর্মের মৌলিক বিষয় গুলি শিখছে। চারজন পরিদর্শক সহ বহু জিম্মাদার এই কাজে বিনা পারিশ্রমিকে কাজ করে চলেছেন। দ্বীনিয়াতের সিলেবাসে যেমন ধর্মের শিক্ষা দেওয়া হয , তেমনি সুনাগরিক এবং দেশের প্রতি দায়িত্ববোধের শিক্ষা দেওয়া হয় বলে জানান উক্ত ট্রাস্টের প্রতিষ্ঠাতা হাজি দরবেশ আলি লস্কর। এই অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মোটিভেটরের ড. মুফতি সাজিদ বেলিম ফালাহি, অল ইন্ডিয়া কোরআনের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা মুফতি মমতাজ কাসেমী, বিধায়ক ফেরদৌসী বেগম, পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মাওলানা সাইফুল্লাহ কাসেমী, রাজ্য ইমাম সমিতির সভাপতি মাওলানা জিয়াউর রহমান লস্কর, মুফতি মুসলিম, মাওলানা শেখ লিয়াকত আলি, মাওলানা শামসুদ্দোহা কাসেমী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct