এম মেহেদী সানি, অশোকনগর, আপনজন: বর্ণাঢ্য সূচনা হল তৃতীয় অশোকনগর উৎসব ও ৩৬ তম উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থ মেলার ৷ রবিবার স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে মূল মঞ্চে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। অশোকনগর উৎসবে এবার বাড়তি সংযোজন জেলা গ্রন্থমেলা যেটির ফিতে কেটে উদ্বোধন করেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী ৷ অশোকনগরের বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি নারায়ণ গোস্বামীর পৌরহিত্যে আয়োজিত এ দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের সংসদ কাকলি ঘোষ দস্তিদার, জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান প্রবোধ সরকার, হাবরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী, হাবরা ২ পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, সহ অন্যান্য আধিকারিক এবং বিশিষ্টজন ৷
অশোকনগর কচুয়া মোড় থেকে হরিপুর ময়দান পর্যন্ত বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে উদ্বোধন হয় এই উৎসবের ৷ শিশু-কিশোরদের সঙ্গে পদযাত্রায় অংশ নেন বিধায়ক নারায়নও ৷ এ দিনের উদ্বোধক শোভন দেব চট্টোপাধ্যায় বিধায়ক নারায়ণ প্রশংসা করে বলেন, ‘নারায়ন একজন দক্ষ সংগঠক ৷’ মুখ্যমন্ত্রীর প্রেরণায় আয়োজিত মেলার মাধ্যমে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে বলে তিনি মমতার প্রশংসা করেন। এদিন মেলার উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লাহ চৌধুরি জানান, ‘সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে জেলা ছাড়াও মহকুমা বা শহর গুলিতেও হোক বইমেলা।’ আগের থেকে বইমেলা প্রাণ পেয়েছে বলেও মনে করেন তিনি। বলেন, ‘পাঠক পাঠিকা বাড়ায় ব্যবসায়ীরাও সন্তুষ্ট। স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের কিভাবে বইমুখী করা যায় তারও প্রচেষ্টা চালাতে হবে।’ এরই পাশাপাশি এদিন প্রতিবেশী দেশ বাংলাদেশ ইস্যুতে মুখ খোলেন রাজ্যের এই মন্ত্রী। সীমান্ত এলাকায় কাঁটাতার দেওয়া প্রসঙ্গে তিনি কেন্দ্র সরকারকেই কাঠগড়ায় দাঁড় করান। সেক্ষেত্রে সীমান্ত সুরক্ষার ব্যর্থতার দায়ক কেন্দ্রীয় সরকারের উপর চাপান মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি আরও বলেন, ‘প্রতিবেশী দেশে সংখ্যালঘু হিন্দু ভাইয়েরা অত্যাচারিত হলে তা দুঃখের। তবে সংবাদ মাধ্যমে যেভাবে প্রচার করেছে ততটাও হয়নি ৷’ বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য বিপুল পরিমাণ ক্ষতি ঘটবে বলেও মনে করছেন সিদ্দিকুল্লাহ। তিনি বলেন, এই পরিস্থিতিতে আলোচনার প্রয়োজন রয়েছে ৷ ইন্দিরা গান্ধী তো তৎকালীন সময় গিয়েছিলেন বুক চিতিয়ে, বর্তমান প্রধানমন্ত্রী কেন যান না সে প্রশ্নও তোলেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct