হাসিবুর রহমান, ক্যানিং, আপনজন: দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্যানিং পূর্ব বিধানসভার হোমড়া গ্রামে হাক্কানী আঞ্জুমানের উদ্যোগে অনুষ্ঠিত হল ওরস মোবারক ও প্রার্থনা সভা। উনিশ শতকের প্রখ্যাত ইসলাম প্রচারক ও শান্তির বাহক সুফি সাধক মাওলানা মুক্তি আজানগাছী রহমাতুল্লাহ বর্তমান গদ্দি-নশীন পীর মাস্টার মশায়ের জন্ম হোমড়া গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হল ওরস মোবারক। এই ওরস মোবারকের রাজ্য এবং রাজ্যের বাইরে থেকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সকল মানুষের কল্যাণের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের উপরে বক্তব্য রাখেন ।
একাধিক আলেম ওলামা বক্তব্য থেকে উঠে আসে কোরানে মহান আল্লাহর নির্দেশ এবং হাদিসের বাণী প্রচার করার জন্য সেই সঙ্গে শান্তি ও সম্প্রীতির বার্তার উপরে জোর দেন। এদিনের ওরস মোবারক এ শিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকাত মোল্লা। তিনি বলেন ইসলাম শান্তির বাহক আজ দক্ষিণ ২৪ পরগনার হোমড়া গ্রামে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল মানুষের উপস্থিতি এটা আমাদের গর্বের বিষয় আমরা সর্বসময় এই সভার সার্বিক সহযোগিতা করব
উপস্থিত ছিলেন হাক্কানী আঞ্জুমানেরএর আলেম ওলামা ও খাদেম গনের মধ্যে
মাওলানা আরিফ হোসেন, মাওলানা আমিনুর রহমান, মাওলানা বাবর মোল্লা, মাওলানা আব্দুল্লাহ সরদার, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আজিজুল হক, মাওলানা মাহফুজুর রহমান, বলনা খুরশিদ আলম, ডক্টর আবু বক্কর প্রমুখ
এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন প্রান্তে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct