হাসান লস্কর, কুলতলি, আপনজন: কিশোলী মোহনপুর গঙ্গার ঘাট এলাকায় ফের দেখা গেল বাঘের পায়ের ছাপ। ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে বনদপ্তরের কর্মীরা। দক্ষিন চব্বিশ পরগনার বিভাগীয় বনদপ্তরের আধিকারিক নিশা গোস্বামী জানান ইতিমধ্যেই দেড় কিলোমিটার মত জায়গা ঘেরা হয়েছে। বাঘ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ৬ই জানুয়ারি সোমবার সকালে কিশোরীমোহনপুর এলাকায় বাঘের পায়ের ছাপ পাওয়া যায়। ৮ তারিখ বুধবার ভোররাতে বাঘ ফিরে যায় জঙ্গলে। পরেরদিনই ৯ তারিখ বৃহস্পতিবার সকালে ফের বাঘের পায়ের ছাপ পাওয়া যায় মৈপিঠের নগেনাবাদে। স্টিল জাল দিয়ে ঘিরে ফেলায় ১০ তারিখ ভোর রাতে ফের বাঘ ফিরে যায় জঙ্গলে। রবিবার সকালে মৈপিঠের কিশোরী মোহনপুর এলাকায় গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত বাসিন্দারা। এবারও আজমলমারির জঙ্গল থেকে বাঘ এসেছে লোকালয় সংলগ্ন জঙ্গলে বলে জানা গিয়েছে। মুড়িগঙ্গা নদী পেরিয়ে বাঘ লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসায় আতঙ্ক। ডিএফও নিশা গোস্বামী জানান বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ায় প্রধান লক্ষ্য।
যদিও বাঘের পায়ের ছাপ পাওয়া গেলেও বাঘ এখনো আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
রাতের দিকে খাঁচা পাতা হবে এমনি জানা গেছে কর্মীদের কাছ থেকে। বাঘকে ডিস্টার্ব না করে তাকে গভীর জঙ্গলে ফিরিয়ে দেবার চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct