আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: প্রতিভাবান মানুষকে ভারতরত্ন দিতে দেখা গেছে ভারত সরকারকে, কিন্তু এবার অভিনব উদ্যোগ পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুর পৌরসভার, পৌরসভার উদ্যোগে দেওয়া হলো শান্তিপুর রত্ন সম্মান। জানা যায় শান্তিপুরের অতি প্রতিষ্ঠিত মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রয়াত ইন্দ্রজ্যোতি কুন্ডুকে এই সম্মান প্রদান করা হয়। তবে বর্তমান ওই বিদ্যালয়ের প্রধান ভারপ্রাপ্ত শিক্ষক তথা প্রয়াত ইন্দ্রজ্যোতি কুন্ডুর ছেলে বাসুদেব কুন্ডুর হাতে এই সম্মাননা তুলে দেন নদীয়া রানাঘাট মহাকুমা শাসক ভরত সিং, সাথে ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ। উল্লেখ্য ৯ জানুয়ারি থেকে ১২ই জানুয়ারি পর্যন্ত শান্তিপুর পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণে চলে পুষ্প প্রদর্শনী ও সাংস্কৃতিক মেলা। এই মঞ্চ থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিভিন্নভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একইভাবে এই প্রথম শান্তিপুরের আরো এক কৃতি ব্যক্তিকে শান্তিপুর রত্ন হিসেবে চিহ্নিত করে তার পুত্রের হাতে তুলে দেয়া হলো এই সম্মাননা। শান্তিপুর পৌরসভার এহেনো উদ্যোগে যেন চোখের জল ধরে রাখতে পারিনি ছেলে শুকদেব কুন্ডু, পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি সর্বক্ষণের জন্য পৌরসভার পাশে থাকবে বলে আশ্বস্ত করেন। এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, প্রয়াত ইন্দ্রজ্যোতি কুন্ডু তিনি তার শিক্ষকতা জীবনে শান্তিপুরের জন্য অনেক কিছু করে গেছে, যার জন্য শান্তিপুরের অনেক ছাত্র তাদের ভবিষ্যৎ তৈরি করতে পেরেছে। তাই এমন একজন কৃতি মানুষকে শান্তিপুর রত্ন হিসাবে চিহ্নিত করে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে আমরা গর্বিত। আগামীতে এই শান্তিপুর রত্ন সম্মান ধারাবাহিকভাবে করে আসবে শান্তিপুর পৌরসভা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct