নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: কড়া পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট। রবিবার নিমতিতা জি ডি ইনস্টিটিউশন স্কুল প্রাঙ্গনে সকাল ১১ টা থেকে শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট প্রক্রিয়া শেষে বিকেলেই ভোট গণনা করা হয়। প্রশাসন সূত্রে খবর, ৯ টি আসনের মধ্যে আগেই তিনটি আসনে জয়লাভ করেছিলো তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। বাকি ছয় আসনের মধ্যে লড়াই হয়। তৃণমূল কংগ্রেস ৬ টি আসনেই প্রার্থী দিলেও বিরোধী বাম ১ টি, কংগ্রেস দুটি এবং বিজেপি ৪ টি আসনে প্রার্থী দিয়েছিল। অর্থাৎ যৌথভাবে ৬ টি আসনে লড়াই করেছে বিরোধী রাজনৈতিক দল। এদিকে ভোট গ্রহণ ও গণনা শেষে দেখা যায় সবকটি আসনে জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। পরাজিত হন বাম কংগ্রেস বিজেপি সমর্থিত প্রার্থীরা। সব আসনে জয়লাভ করতেই উল্লাসে মেতে উঠেন ঘাসফুল শিবিরের নেতাকর্মীরা। সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা সামিউল হকের নেতৃত্বে সমবায় ব্যাঙ্কের নির্বাচনে এই জয়ে নতুন করে অক্সিজেন পেলো তৃণমূল কংগ্রেস। এদিকে ভোট গ্রহণ উপলক্ষে সামশেরগঞ্জ থানার পুলিশের ব্যাপক নিরাপত্তা এবং তৎপরতা লক্ষ্য করা যায়। সামশেরগঞ্জ থানার ওসি শিবুপ্রসাদ ঘোষের তত্ত্বাবধানে সুষ্ঠভাবেই সম্পন্ন হয় নির্বাচন এবং গণনা পর্ব। বয়স্ক ভোটারদের প্রতি মানবিক চিত্রও লক্ষ করা যায় পুলিশের। পুলিশের ভূমিকায় সন্তুষ্ট শাসক শিবির থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct