দেবাশীষ পাল, মালদা, আপনজন: নিহত তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আজ ছিল স্মরণসভা। স্মরণসভায় এক মঞ্চে শাসক বিরোধী। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে তৃণমূল নেতা বাবলা সরকারকে স্মরণ করল শাসকবিরোধী দলের নেতা নেত্রী এবং মন্ত্রীরা।
আজ মালদা শহরের পল্লীশ্রী ময়দানে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নিহত তৃণমূল কাউন্সিলরের স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। আর এই মঞ্চেই নিহত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারকে শ্রদ্ধাঞ্জলি জানাতে উপস্থিত হয়েছিল রাজ্যের শাসকদল এবং বিরোধী শিবিরের নেতাকর্মীরা। এক মঞ্চেই উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বৈশানুর চট্টোপাধ্যায়, উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন,রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ,বিধায়ক সাবিত্রী মিত্র, চন্দনা সরকার,সমর মুখোপাধ্যায়, আব্দুর রহিম বক্সী, নীহাররঞ্জন ঘোষ ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরাতন মালদার পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ থেকে শুরু করে জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কালি সদন রায় এবং বিজেপির দক্ষিণ মালদার সভাপতি পার্থসারথী ঘোষরাও। কয়েক মিনিটের জন্য রাজনৈতিক দ্বন্দ্ব ভুলে গিয়ে নিহত তৃণমূল কাউন্সিলরের প্রতি শ্রদ্ধা জানাতে দেখা যায় শাসক এবং বিরোধী শিবিরের নেতা মন্ত্রীদের। উল্লেখ্য ২ তারিখের সকালে নিজের ওয়ার্ডেই নৃশংসভাবে খুন হন তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার। আর এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি জেলা নেতৃত্বকে নির্দেশ দেন স্মরণসভা করার তার নির্দেশে ই আজ এই স্মরণ সভা। বাবলা সরকারের প্রতীকৃতিতে মাল্যদান করে নীরবতা পালন করে এই স্মরণসভা করা হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct