রাকিবুল ইসলাম, হরিহরপাড়া, আপনজন: রাস্তার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখাল গ্রাম বাসিন্দাদের একাংশ। এই ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর মাঠপাড়া এলাকায়। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ চলছিল বিগত পাঁচ দিন ধরে। রুকুনপুর মাঠ পাড়ার চারা গাছ তলা থেকে তালতলা পর্যন্ত প্রায় ৫০০ মিটার ঢালায় রাস্তার কাজ। একেবারে নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ চলছিল। গ্রামবাসীদের একাংশ বারবার বলার পরেও কোন কর্ণপাত করেননি ঠিকাদার। রবিবার দুপুরে ওই একই অর্থাৎ নিম্নমানের ইট দিয়ে কাজ চলছিল। গ্রামবাসীদের একাংশ সেই কাজ বন্ধ করে দেয়। ওই রাস্তার বরাদ্দকৃত অর্থ প্রায় ২৭ লক্ষ টাকা। তারপরেও ঠিকাদার নিম্নমানের ইট দিয়ে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা সেই কাজ বন্ধ করে দেয়। এলাকার কৃষকরা ওই মাঠের রাস্তা দিয়ে ফসল তুলে নিয়ে যায়। আর এই রাস্তা যদি নিম্নমানের হয় তাহলে তো গ্রামবাসীরা বিক্ষোভ দেখাবে জানালো হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সদস্য প্রতিনিধি নবাব শেখ।
যদিও এই বিষয়ে রাস্তার ঠিকাদার বলেন সঠিক পরিমাণে রাস্ত কাজ চলছে এবং সিডিউলে যা আছে সেই নিয়মেই কাজ হচ্ছে, গ্রামের হাতে গোনা কয়েকজন তারা ব্যক্তিগত ভাবে মিথ্যা অভিযোগ করেছে, প্রশাসন আছে বিষয়টি নিশ্চয়ই দেখবে বলে জানান তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct