সুব্রত রায়, কলকাতা, আপনজন: আগামী পাঁচ দিনের দেশের একাধিক রাজ্যে ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। একইসঙ্গে দুটি রাজ্যে ভারী তুষারপাতেরও সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে দেশে আবারো ঘূর্ণিঝড় আঘাত আনতে তৈরি হচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি পর্যন্ত গোটা দেশের ২০টির বেশি রাজ্যে ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে মৌসম বিভাগের পক্ষ থেকে। এদিকে গত ২৪ ঘন্টায় হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরে তুষার পাত এবং সইতে প্রবাহ ব্যাপকভাবে হওয়ায় তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গিয়েছে। উত্তর ভারতের একাধিক রাজ্য ভয়ংকর কুয়াশার কবলে পড়েছে। এর পাশাপাশি দিল্লি হারিয়ানা চন্ডিগড়ে বৃষ্টি হয়েছে। রবিবার সকালে কুয়াশার কারণে প্রায় ৪৫টি ট্রেন দেরিতে চলাচল করেছে। শনিবার লাহউল - স্পিতির তাবো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। সমাধতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ডিগ্রি সেলসিয়াস। কুকুমসেরিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৯ ডিগ্রী সেলসিয়াস ও মানালিতে মাইনাস ০.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর জানিয়েছে ঘূর্ণবাত্ত সঞ্চালনের কারণে পশ্চিমে ঝঞ্জা মধ্য পাকিস্তান এবং আশেপাশের অংশে সক্রিয় রয়েছে। পশ্চিম রাজস্থান এবং আশেপাশে একটি ট্রফ সহ পশ্চিমী ঝঞ্ঝা শক্তি বাড়াচ্ছে। এর দরুন উত্তর-পূর্ব আরব সাগর থেকে পশ্চিম বাতাস বইয়ে এসে উত্তর-পশ্চিম ভারত এবং মধ্য ভারতের সমভূমিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ঘটাবে। সোমবার অরুণাচল প্রদেশের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় রাজস্থান উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ,গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, অসম, মেঘালয়, ছত্রিশগড়, সিকিম, ওড়িশা, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায় ১৫ই জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত সকাল অথবা সন্ধ্যার দিকে হতে পারে। একইসঙ্গে এইসব রাজ্যে কুয়াশার প্রভাব থাকতে পারে। ১৪ জানুয়ারি মঙ্গলবার রাত থেকে উত্তর-পশ্চিম ভারতের একটি নতুন পশ্চিমী ঝঞ্জা, শক্তিশালী বাড়ালে হিমাচলে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রবিবার ও সোমবার দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস রয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct