আব্দুস সামাদ মন্ডল, সিঙ্গুর, আপনজন: রবিবার হুগলী জেলার সিঙ্গুরের মাজিদিয়া একাডেমী ও মাজিদিয়া অ্যাকাডেমি অফ ফার্মেসি উদ্যোগে একদিন ব্যাপি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল কলেজ প্রাঙ্গণে। জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও কলেজের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান আরম্ভ হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন কলেজের সভাপতি সৈয়দ শাহ এবরারুল ইসলাম, কলেজের পতাকা উত্তোলন করেন সৈয়দ সহ তৌকিরুল ইসলাম। যুব দিবস তাই স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করেন কলেজের ম্যানেজমেন্টের সদস্য সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
প্রায় দশটি ইভেন্টে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিলো চারশতধিক।
প্রত্যেক ইভেন্টে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীকে পুরষ্কৃত করা হয়। সমস্ত খেলা পরিচালনা কলেজের টিচার ইনচার্জ সৈয়দ শাহ তারিফুল ইসলাম, শিক্ষক নিতাই চন্দ্র মন্ডল ও পলাশ কুমার দাস সহ কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct