আপনজন ডেস্ক: অ্যাক্রিংটন স্যান্টলির বিপক্ষে প্রত্যাশিত জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে খেলা এই ক্লাবকে ৪-০ গোলে হারিয়েছে অলরেডরা। এফএ কাপের তৃতীয় রাউন্ডে বড় জয় তুলে নিয়েছে জায়ান্ট ক্লাব চেলসিও। আরেক লীগ টু’র দল মোরকাম্বকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে দ্য ব্লুজরা।
শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে প্রতিপক্ষের গোল অভিমুখে ২২টি শট নেয় স্বাগতিকরা, যার মধ্যে লক্ষ্যে ছিল ৯টি। অন্যদিকে স্ট্যানলি ৮ শটের মধ্যে কেবল ১টি রাখতে পারে লক্ষ্যে। ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লিভারপুল। ম্যাচের ২৮তম মিনিটে মাঠের ডান প্রান্ত থেকে ডারউইন নুনিয়েজের নিচু ক্রস থেকে ট্যাপ ইনে গোলের খাতা খোলেন দিয়েগো জটা। বিরতির ঠিক আগমুহূর্তে বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন আলেক্সান্ডার আর্নল্ড। ২-০ গোলে বিরতিতে যায় দু’দল। মাঠে ফিরে কিছুটা আক্রমণাত্মক ফুটবল দেখা যায় স্যান্টলি ফুটবলারদের থেকে। ম্যাচের ৫৭তম মিনিটে ডিফেন্ডার জশ উডসের জোরালো শট কাঁপিয়ে দেয় অলরেডদের ক্রসবার। তবে সুবিধা করে উঠতে পারেনি সফরকারীরা। ম্যাচের ৭৬তম মিনিটে ফেডেরিকো কিয়েসার শট ঠেকিয়ে দেন গোলকিপার বিলি ক্রেলিন। ফিরতি বল পেয়ে গোল করেন বদলি হিসাবে নামা জেইডেন ড্যানস। ম্যাচের শেষ মিনিটে বক্সের বাইরে থেকে দূরপাল্লার নিচু শটে শেষ গোলটি করেন কিয়েসা। অলরেডদের হয়ে এটিই এই ইতালিয়ান ফরোয়ার্ডের প্রথম গোল। ৪-০ ব্যবধানে জয় তুলে নেয় আর্নে স্লটের শিষ্যরা। স্ট্যানলি গোলকিপারের অসাধারণ কিছু সেভের কারণে স্কোরলাইন বেশি বড় হয়নি। এদিন ছয়টি সেভ করেন ক্রেলিন।
দিনের অপর ম্যাচে ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজে ২৮টি শট নেয় চেলসি। যার মধ্যে লক্ষ্যে ছিল ৮টি। প্রতিপক্ষ মোরকাম্ব ৭টি শটের ৪টি লক্ষ্যে রাখলেও তা ভেদ করতে পারেনি। এদিন দুটি করে গোল করেন ডিফেন্ডার টসিন আদারাবিয়ো ও ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স। একটি গোল করেন ক্রিস্টোফার এনকুকু। ৫-০ গোলের জয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করে চেলসি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct