আপনজন ডেস্ক: ২০২৩ সালের গ্রীষ্মে পিএসজি থেকে নেইমারকে বিশাল অঙ্কে দলে ভেড়ায় সৌদি আরবের ক্লাব আল হিলাল। সেই থেকে পেরিয়ে গেছে ১৮ মাস। কিন্তু চোটের কারণে বেশির ভাগ সময়েই মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। কত সময় বাইরে থাকতে হয়েছে, তার একটা ধারণা পাওয়া যায় এই ১৮ মাসে আল হিলালের হয়ে নেইমারের মাত্র সাতটি ম্যাচে মাঠে নামার হিসাবে।
কিছুদিন আগে শেষ হওয়া ২০২৪ সালে তো বলতে গেলে খেলেনইনি নেইমার। পুরো পঞ্জিকাবর্ষে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার, ছিলেন মোটে ৪২ মিনিট। এই ৪২ মিনিট খেলে কী পরিমাণ অর্থ ব্যাংকে ভরেছেন নেইমার, সেটা জানলে চোখ কপালে উঠতে বাধ্য যে কারও। নেইমার চোটে পড়ে মাঠের বাইরে থাকলেও তাঁকে বেতন দেওয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল! তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।
যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। ভারতীয় মুদ্রায় যা ২১ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৩৫ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা! এসিএল চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত এত অর্থ দিয়ে শ্বেতহস্তী কোন প্রতিষ্ঠানই–বা কত দিন আর পুষতে চায়! তবে আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি–সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন। নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে নিজের দেশেরই কোনো ক্লাব।
কিন্তু সৌদি আরব ছাড়ার আগে স্রেফ বসে বসেই (যদিও বাধ্য হয়েই) কামিয়ে যাচ্ছেন মিনিটে কোটি কোটি টাকা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct