আপনজন ডেস্ক: ইয়েমেনের কেন্দ্রীয় আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কে শনিবার (১১ জানুয়ারি) ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬৫ জন। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল। শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
রয়টার্স বলছে, পেট্রল পাম্পটিতে বিস্ফোরণের সময় অনেক গ্রাহক ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।
ইতোমধ্যে আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা সঙ্কটজনক কিনা, তাৎক্ষণিভাবে তা জানা যায়নি।
তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তাও স্পষ্ট নয়। বিস্ফোরণের কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct