আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের ছত্তরপুর জেলার একটি গ্রামের বাসিন্দারা দাবি করেছেন, এক দলিত ব্যক্তির দেওয়া প্রসাদ খাওয়ার জন্য গ্রামের সরপঞ্চের নির্দেশে তাদের নিজেদের গ্রামেই তাদেরকে সামাজিক বয়কট করা হয়েছে। আতরার গ্রামের প্রায় ২০টি পরিবার অভিযোগ করেছে, তাদেরকে উচ্চবর্ণ (বিশেষত ব্রাহ্মণ) সহ অন্যান্য সম্প্রদায়ের কিছু লোকজন এই বয়কট করেছে। বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয় যখন তফসিলি জাতিভুক্ত প্রাক্তন গ্রাম প্রধান বর্তমান ব্রাহ্মণ গ্রাম প্রধানের বিরুদ্ধে তাদের একঘরে করার অভিযোগ প্রকাশ্যে আনেন। তাদের দাবি, কয়েক মাস আগে দীর্ঘদিনের ইচ্ছা পূরণের পর আহিরওয়ার জাতের এক ব্যক্তির (আহিরওয়াররা তফসিলি জাতিভুক্ত) প্রসাদ হিসেবে বিতরণ করা লাড্ডু খাওয়ার পর এই বর্জনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইংরেজি দৈনিক নিউ ইন্ডয়ান এক্সপ্রেস।। অন্য দিকে, বর্তমান গ্রাম প্রধানের নেতৃত্বাধীন দলটি অভিযোগ অস্বীকার করে ছত্তরপুর জেলা পুলিশের দ্বারস্থ হয়েছে। তারা জোর বলেছে, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা এবং দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের মতপার্থক্য থেকে উদ্ভূত। পুলিশ ও ছত্তরপুর জেলা পঞ্চায়েত ঘটনার তদন্ত শুরু করেছে। দু’পক্ষের অভিযোগের সত্যতা স্বীকার করে ছত্তরপুর জেলার পুলিশ সুপার আগম জৈন রবিবার বলেন, তদন্ত চলছে। সমাজচ্যুত হওয়ার অভিযোগে অভিযুক্ত গোষ্ঠীটি দাবি করেছে যে তারা প্রসাদ খাওয়ার কারণে বিবাহের মতো সামাজিক অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, প্রাক্তন গ্রাম প্রধান, যিনি সমাজচ্যুত হওয়ার অভিযোগে এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে বর্তমান প্রধানের মতবিরোধ রয়েছে। বিশেষ করে বেশ কয়েক বছর আগে গ্রামসভাকে কেন্দ্র করে প্রাক্তন সরপঞ্চের বিরোধিতা করলে এই গোষ্ঠীগুলির মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয়। এক পুলিশ আধিকারিক বলেন, এই কথিত বয়কটের পিছনে দুই গোষ্ঠীর মধ্যে পুরনো স্বার্থের সংঘাত থাকতে পারে। দীর্ঘদিনের এই টানাপোড়েনের কারণে দীর্ঘদিন ধরে একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছে দুই দলই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct