আপনজন ডেস্ক: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব রবিবার ঘোষণা করেছেন যে শাজাপুর জেলার ১১টি গ্রামের নাম পরিবর্তন করা হবে। সেখানে কালাপিপাল তহসিলে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই ঘোষণা করেন। মুসলিম নাম বহনকারী ১১টি গ্রামের নাম পরিবর্তন করার কথা তিনি বলেন। সেই ১১টি গ্রামের পরিবর্তিত নামগুলি হল: নিপানিয়া হিসামুদ্দিনকে নিপানিয়া দেব, ধবলা হুসেনপুরকে ধবলা রাম, মহম্মদপুর পাওয়াদিয়াকে রামপুর পাওয়াদিয়া, খাজুরি এলাহাদাদকে খাজুরি রাম, হাজিপুরকে হীরাপুর, মহম্মদপুর মাছনাইকে মোহনপুর, রিছরি মোরাদাবাদকে রিচরি, খলিলপুর (গ্রাম পঞ্চায়েতের শিলোন্ডা) রামপুর, উনছোড়কে উনচাভাদ, ঘাট্টি মুখতিয়ারপুরকে ঘাট্টি এবং শেখপুর বঙ্গিকে আভাধপুরী।
সমাবেশে ভাষণ দিতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জোর দিয়ে বলেন, গ্রাম ও শহরের নামগুলি এখন স্থানীয় মানুষের অনুভূতির প্রতিফলন ঘটাবে। তিনি বলেছিলেন যে এই নামগুলি পরিবর্তন করার দাবি জনসাধারণের দ্বারা উত্থাপিত হয়েছিল এবং তিনি কেবল তাদের ইচ্ছার প্রতি সাড়া দিচ্ছিলেন।
মোহন বলেন, যখন লোকেরা উদ্বেগ প্রকাশ করেছিল যে কিছু নাম অসন্তুষ্ট, তখন আমি অনুভব করেছি যে তাদের সমাধান করা আমার দায়িত্ব। মোহাম্মদপুর মাছনাইয়ে যদি মহম্মদ না থাকে, তাহলে এমন নাম রাখা হল কেন? মুসলিম বাসিন্দা হলে তারা নিজেদের নাম রাখতে পারবেন। কিন্তু তা না হলে নাম বদল করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, আমাদের সংস্কৃতিতে ৩৩ কোটি দেবদেবী রয়েছেন, তাই নামগুলি তাদের যে কোনও একজনের দ্বারা অনুপ্রাণিত হতে পারে। গত সপ্তাহেও একই পদক্ষেপ নিয়ে উজ্জয়িনী জেলার তিনটি গ্রামের নাম পরিবর্তন করেন যাদব। গজনীখেড়ি পঞ্চায়েতের নাম বদলে চামুণ্ডা মাতা গ্রাম, জাহাঙ্গীরপুরের নাম বদলে জগদীশপুর, মওলানা গ্রামের নাম বদলে বিক্রম নগর।
বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম সম্পর্কিত গ্রাম বা শহরের নাম পরিবর্তন এই নতুন নয়। তবে, কেন্দ্রীয় সরকারও কম যায় না। মোদি সরকার মুঘলসরাই রেল স্টেমনের নাম দীন দয়াল উপাধ্যায় করেছে। যদিও সেই পরম্পরায় উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বিজেপি শাসিত সরকার বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শহরের নাম পরিবর্তন করেছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর ফৈজাবাদের নাম পরিবর্তন করে অযোধ্যা রাখার কথা ঘোষণা করেন। একইভাবে যোগী গোরক্ষপূর শহরের নকিটবর্তী শহরের মিঞা বাজার এলাকার নাম পরিবর্তন করে মায়াবাজার, আর হুমায়ুনপুরের নাম হনুমানপুর রেখেছিলেন। সেই পথ ধরে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার অরঙ্গাবাদ শহরকে ছত্রপতি শম্ভাজি নগর ও ওসমানাবাদকে ধারাশিব করে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct