আপনজন ডেস্ক: পশ্চিম মেদিনীপুর জেলার একটি সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ইন্ট্রাভেনাস (আইভি) ফ্লুইড প্রয়োগের কারণে সন্তান প্রসবের পরে এক মহিলা এবং আরও চারজনের অসুস্থ হয়ে পড়ার পরে, প্রদেশ কংগ্রেস এই ঘটনার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে দায়ী করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যাখ্যা দাবি করেছে, যিনি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শুভঙ্কর সরকার এই দুর্ঘটনাকে রাজ্য স্বাস্থ্য বিভাগের দুর্নীতি ও গাফিলতির ফল বলে অভিহিত করে ঘোষণা করেছেন যে এই ঘটনার প্রতিবাদে দল সোমবার স্বাস্থ্য ভবনের “ঘেরাও” আয়োজন করবে। আমরা জবাব দাবি করছি। আগামীকাল দুপুর ২টো নাগাদ স্বাস্থ্য ভবনের শান্তিপূর্ণ ঘেরাও ডাকা ছাড়া আমাদের আর কোনও উপায় নেই।
কংগ্রেস নেতা আরও জানান, সেক্টর ফাইভের স্বাস্থ্যভবনে সভা শুরু করার আগে দুপুর সাড়ে ১২টা নাগাদ সল্টলেকের করুণাময়ীতে জড়ো হবেন দলীয় কর্মীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct