আপনজন ডেস্ক: মেদিনীপুরের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন প্রসূতিদের মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া নিয়ে বিতর্কের মধ্যেই অসুস্থ প্রসূতিদের কলকাতায় নিয়ে আসা হল। রবিবার সন্ধ্যায় লাইফ সাপোর্ট দেওয়া অ্যাম্বুলেন্সে চাপিয়ে গ্রিন করিডর করে মেদিনীপুর থেকে কলকাতার এসএসকেএমে নিয়ে আসা হল ওই সব প্রসূতিকে। এদিন তিনটি অ্যাম্বুলেন্সে করে তিনজন প্রসূতি নিয়ে আসার পথে একজনের শারীরিক পরিস্থিতির অবনতি হলে রাস্তায় অ্যাম্বুলেন্স থামিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়। যদিও নিরাপদেই এসএসকেএম হাসপাতালে অবশেষে তা পৌঁছায়। যদিও এদের মধ্যে দু’জনকে এসএসকেএম হাসপাতালের সিসিইউ-তে ভর্তি করা হয়েছে। একজন ভর্তি রয়েছেন আইটিইউ-তে। হাসপাতালের তরফে তৈরি হয়েছে ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড। জানা গিয়েছে, রাত থেকেই এই তিনজনের চিকিৎসা শুরু করে দিয়েছেন চিকিৎসকরা। ঘটনার সূত্রপাত গত বুধবার সন্ধ্যায় ৷ সেদিন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে পাঁচ প্রসূতির সিজার করা হয়। এই অপারেশনে সুস্থ সন্তানও জন্ম দেন তাঁরা। কিন্তু অপারেশনের কয়েক ঘণ্টা পর থেকেই ওই পাঁচ প্রসূতির শারিরিক অবস্থার অবনতি হতে শুরু করে। রোগীর পরিজনদের অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন ও ওষুধপত্র ব্যবহার করা হয়েছে ৷ শুক্রবার সকালে মামনি রুই দাস নামে এক প্রসূতির মৃত্যু হয় ৷ সেদিন রাতেই সিজারের পর পুত্রসন্তানের জন্য দিয়েছিলেন তিনি। এক কন্যাসন্তানও রয়েছে। শনিবার রাজ্য মেডিক্যাল টিমের সদস্যরা রিপোর্ট দেওয়ার পরই তড়িঘড়ি প্রশাসন থেকে গ্রিন করিডর এবং লাইফ সাপোর্ট, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। কলকাতায় নিয়ে আসা তিন প্রসূতি হলেন মাম্পি সিং (২৩), নাসরিন খাতুন (১৯) ও মিনারা বিবি (৩১)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct