সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: মুর্শিদাবাদের ডোমকল বার এ্যাসোসিয়েশনের বাৎসরিক সাধারণ সভা ও ২০২৫ সালে কমিটি নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছিল ডোমকল এআরডি ঘরে।
ডোমকল বার এ্যাসসিয়েন এর মোট সদস্য সংখ্যা ১০৫ জন মেম্বার নির্বাচনে অংশগ্রহণ করেন। সভাপতির পদের জন্য দুইজন প্রতিদ্বন্দ্বী করেন রবিউল আলম ও মোহাম্মদ মুসা কলিম,
রবিউল আলম পঞ্চান্ন টি ভোট পেয়ে জয়ী হন মুসা কলিম ভোট পেয়েছে ২০টি। সহ-সভাপতি পদের জন্য লড়াই করেন জাহাঙ্গীর আলম ও আব্দুল মতিন আনসারী। জাহাঙ্গীর আলম ৬১ টি ভোট পেয়ে জয়ী হয়,অপর দিকে আব্দুল মতিন আনসারী ১২টি ভোট পেয়েছেন।
সম্পাদকের পদে তিন জন প্রার্থী ছিলেন, চক্রবর্তী তিনি পেয়েছেন ৪৬ ভোট আয়েশা খাতুন ১৭ ভোট সারফরাজ নওয়াজ ১৪ ভোট চারটি ভোট বাতিল হয়েছে।
সহ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দিতায় তেজবুর রহমান জয়ী হন।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী করেন শিউলী খাতুন তিনি পেয়েছেন ৫৭ টি ভোট বাসির উদ্দিন মন্ডল তিনি পেয়েছেন ২২ ভোট ।একটি ভোট বাতিল হয়েছে।এদিনের বার এ্যাসোসিয়েশনের নির্বাচন
হাড্ডাহাড্ডির মধ্য দিয়ে শেষ হয়।ভোট গণনা শেষে জয়ী প্রার্থীদের ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান আইনজীবীরা।সকল জয়ী সদস্যরা জানান আগামীতে আমরা আমাদের আইনজীবীদের সব রকম বিষয় নিয়ে আলোচনা করবো।পাশাপশি আমাদের নির্বাচিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানায় সকলকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct