মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কুনুর নদীর ধারে শুক্রবার রাতে উদ্ধার হয়েছে ৩৭টি তাজা বোমা। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। তল্লাশির সময় দুটি ড্রামের ভেতর বিপুল পরিমাণ বোমা পাওয়া যায়।
শনিবার সকালেই ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির বোম স্কোয়াড। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করা হয়।
তবে কিভাবে এত বিপুল পরিমাণ বোমা সেখানে এল এবং এর পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনও সন্ত্রাসী বা অপরাধী চক্র এই বোমাগুলি মজুত করেছিল।
এলাকার মানুষ এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁরা প্রশাসনের কাছে এলাকার নিরাপত্তা বাড়ানোর এবং কড়া নজরদারির দাবি জানিয়েছেন। পাশাপাশি, পুলিশও সতর্কতা বাড়িয়েছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct