এহসানুল হক, বসিরহাট, আপনজন: হাড়োয়া সার্কাস ময়দানে শুরু হলো বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হাড়োয়ার তৃতীয় বছরে বইমেলা। এদিন কয়েক হাজার মানুষ ও বিভিন্ন ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদ্বোধন হয় এবারের বই মেলা। সমাপ্তি হবে ১৫ই জানুয়ারি । শনিবার বিকেল ৩টে থেকে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয় হাড়োয়া স্কুল মাঠ থেকে। রাত্রি ১০ টা পর্যন্ত চলবে বইমেলা। এই বইমেলা কবি শাহাদাত হোসেন এবং ডঃ শহিদুল্লাহর স্মৃতিচারণে। থাকছে বিভিন্ন স্টল এবং বিভিন্ন অনুষ্ঠানিক প্রোগ্রাম। বই থেকে মানুষ দূরে সরে যাচ্ছে তাই মানুষকে বই মুখী করতে বিশেষ আয়োজন। এই মেলার প্রধান পৃষ্ঠপোষক বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হাসান মেহেদী রহমান।মেলার সভাপতি আব্দুল খালেক মোল্লা ও সম্পাদক ফরিদ জমাদার। বইমেলায় প্রদীপ জ্বালিয়ে এবং ঢোল বাজিয়ে মেলার শুভ সূচনা করেন বিশিষ্ট কবি সুবোধ সরকার। হাড়োয়ার সকল মানুষকে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন হাড়য়াবাসীকে মেলার সভাপতি তথা হাড়োয়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বই থেকে মানুষ দূরে সরে যাচ্ছে, মোবাইল আসক্ত হচ্ছে যুবকরা। তাই বইয়ের দিকে মানুষকে দৃষ্টি ঘোরাতে হাড়োয়ার সার্কাস ময়দানে শুরু হচ্ছে বইমেলা। আমাদের এই বিশেষ বইমেলা অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এদিন বিশিষ্ট কবি সুবোধ সরকার বলেন, এইরকম একটা প্রত্যন্ত জায়গায় বইমেলা অনুষ্ঠিত হচ্ছে আমার খুবই ভালো লেগেছে। আমি দেখেছি ছাত্র-ছাত্রী থেকে শুরু করে এলাকার বহু মানুষ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এগিয়ে এসেছেন। আমি ধন্যবাদ জানাবো সভাপতি আব্দুল খালেক মোল্লাকে, যার উদ্যোগে এই বিশেষ মেলা। আমি সবাইকে বলব বই পড়ুন বই পড়লে অনেক কিছু জানা যায় শেখা যায়। আজ মোবাইল হয়ে মানুষ বইয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct