সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: হুড় মুড়িয়ে ভেঙে পড়লো টালির বাড়ি সাদিখান দেয়ার অঞ্চলে।অসহায় পরিবারের পাশে সাহায্যর হাত বাড়িয়ে দিলেন স্থানীয় পঞ্চায়েত মেম্বার আনোয়ার হোসেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গির সাদিখান দিয়ার গ্রাম পঞ্চায়েতের নওদাপাড়া এলাকায় হঠাৎ হুর মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি গতকাল রাত্রে। হঠাৎ বাড়ি ভেঙে পড়ায় সেই বাড়ির সদস্যরা খোলা আকাশের নিচে দিনযাপন করছিলেন
সেই কথা জানতে পারেন স্থানীয় মেম্বার আনোয়ার হোসেন তার পরেই তড়িঘড়ি ছুটে যায় ওই অসহায় পরিবারের কাছে পাশাপাশি আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী তুলে দেন পরিবারের হাতে,এবং সবরকম ভাবে পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন মেম্বার আনোয়ার হোসেন,তিনি আরো বলেন প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে প্রধান বিশেষ কাজে একটু ব্যস্ত আছেন অবশ্যই আজকে আসবেন এবং খুব শীঘ্রই
বিডিওর সঙ্গে কথা বলে এই পরিবারের ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করব আমরা তবে জানান মেম্বার আনোয়ার হোসেন।মেম্বারের সাহায্য পেয়ে খুশি অসহায় পরিবারের সদস্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct