দেবাশীষ পাল, মালদা, আপনজন: শনিবার মালদায় দুলাল সরকার খুনের, ঘটনায় তদন্তে সিআইডির সাইবার বিশেষজ্ঞ। সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী শনিবার অভিযুক্তদের ফোন থেকে যে নমুনা সংগ্রহ হয় তা ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। অভিযুক্তরা কাকে কাকে ফোন করেছে বা তাদেরকে কে ফোন করেছে। মোবাইলের চ্যাটগুলি ও খতিয়ে দেখা হয় বলে সাইবার সূত্রে খবর। এদিন ম্যাজিস্ট্রেটের সামনে সমস্ত পরীক্ষা করা হয়। মোবাইলের কথোপকথন ও চ্যাট এই ঘটনা তদন্তে অন্যতম প্রমাণ। পলাতকদের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ। পুলিশকে তোকে ধুলো দেওয়ার জন্য কখনো তাদের লোকেশন নেপাল কখনো উত্তর প্রদেশ কখনো বিহার কখনো শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায় দেখাচ্ছে।
পুলিশের চোখে ধুলো দেবার জন্যই এরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। মোবাইল চ্যাট থেকে অন্যতম অভিযুক্ত আশরাফ খানের ফোন থেকে অন্যতম চক্রান্তকারীদের ফোনে ফোন গিয়েছিল। পুলিশ সূত্রে এমনটাই জানা গিয়েছে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct