সন্ন্যাসী কাউরী, খড়গপুর, আপনজন: মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু।
শনিবার খড়গপুর শহরে দলীয় কর্মসূচিতে শামিল হয়ে একথা জানান তিনি। সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্মেলন উপলক্ষে এদিন খড়গপুর শহরে একটি মহা মিছিলের ডাক দেন সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্ব।
সেই মহা মিছিলে বক্তব্য রাখেন বিমান বসু সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব। বিমান বসু বলেন, আরএসএস দ্বারা পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে সাধারণ মানুষের আশু সমস্যা গুলো থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে। একইভাবে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার মানুষকে ভাতা দিয়ে, খেলা, মেলা, উৎসব করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে খর্ব করার চেষ্টা করছে। সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির ২৫ তম সম্মেলন উপলক্ষে এদিন মহামিছিলের ডাক দেওয়া হয় । খড়গপুর শহরের দুই দিন ধরে চলা সম্মেলনে অংশ নেবেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা এরিয়া কমিটির নেতাকর্মীরা।
সম্মেলনে উপস্থিত থাকবেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরোর সদস্য বিমান বসু, প্রাক্তন জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য দীপক সরকার, তরুণ রায় কেন্দ্রীয় কমিটির সদস্য তাপস সিনহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ মিছিল শুরু হলেও সাড়ে দশটা থেকে লাল ঠান্ডা কাঁধে নিয়ে নেতাকর্মীরা জড়ো হন খড়গপুর শহরে। মিছিল থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিদ্যালয়ে গুলিতে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ, কৃষক ও শ্রমিকদের ন্যূনতম মজুরি, ফসলের ন্যায্য মূল্য সহ মিছিল থেকে বিভিন্ন দাবি তোলেন সিপিআইএম নেতাকর্মী সমর্থকরা। এদিন বয়সের কারণে বিমান বসু এবং দীপক সরকার হুড খোলা গাড়ি করে মিছিলে অংশ নেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct