নিজস্ব প্রতিবেদক, ক্যানিং, আপনজন: সুন্দরবনের গোসাবা ব্লকের শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে ‘শম্ভুনগর বালাহারানি সমবায় কৃষি উন্নয়ণ সমিতি। এলাকার দরিদ্র কৃষিজীবি মানুষের সুবিধার জন্য ১৯৬৩ সালে এই সমবায় গঠিত হয়।অভিযোগ সমবায় শুরু থেকে আজও অবধি কোন প্রকার নির্বাচন হয়নি।ধীরে ধীরে দুর্নীতির আঁতুড় ঘর হয়ে ওঠে এই সমবায়। এলাকার মানুষের অভিযোগ, বিভিন্ন খাতে টাকার গরমিল রয়েছে। সাধারণ মানুষ সুবিধা থেকে বঞ্চিত। এছাড়াও সমবায় সমিতিতে মহিলাদের সাথে খারাপ আচরণ করা হয়।এছাড়াও বিশেষ করে সমবায় সমিতির ম্যানেজার রাজু সরদার এর পিছনে রয়েছে বলে অভিযোগ।এতো অভিযোগের মধ্যে কমিটি গঠনের জন্য নির্বাচনের দিন স্থীর হয়।সেই মতো আগামী পয়লা ফেব্রুয়ার নির্বাচনের দিন স্থীর হয়।মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য ৭ জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত সময়সীমা ধার্য্য করা হয়।অভিযোগ মনোনয়ন পত্র জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় জানানো হলেও সমবায় সমিতির দরজায় এক সপ্তাহের অধিক সময় তালা দিয়ে বন্ধ রাখা হয়েছে।অভিযোগ একদিকে সাধারণ মানুষের পরিষেবা যেমন ব্যহত হচ্ছে অপর দিকে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়া ও যাচ্ছে না সমিতি বন্ধ থাকায়।এমন ঘটনায় শনিবার দুপুরে সাধারণ মানুষজন সমিতির সামনে বিক্ষোভ অবস্থানে সামিল হয়।এলাকার সাধারণ মানুষের দাবী ‘সমিতিতে ব্যাপক দুর্নীতি চলছে।চোরেরাই সমিতি পরিচালনা করছে।সাধারণ মানুষের টাকা মেরে চোর গুলো রাতারাতি কোটিপতি হয়েছে।এর তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি তাঁদের আরো দাবী ‘নির্বাচনের মধ্য দিয়ে যাতে সমিতির পরিচালন কমিটি নির্বাচিত হয় এবং পরিষেবা ভালো হয় সে বিষয়ে তাঁরা আন্দোলনে পথে নেমেছেন। প্রয়োজন আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।’
ঘটনা প্রসঙ্গে স্থানীয় শম্ভুনগর গ্রাম পঞ্চায়েত উপ প্রধান বরুণ প্রামাণিক জানিয়েছেন, ‘সমিতিতে ব্যাপক দুর্নীতি চলছে। সাধারণ মানুষ নির্বাচনের মাধ্যমে কমিটি চাইছেন। সেটা বানচাল করতে ব্যস্ত সমিতির দুর্নীতিতে যারা জড়িত। বিশেষ করে ম্যানেজার রাজু সরদার।গত পাঁচ বছর আগে এক হাজার টাকা বেতনে সমবায় সমিতির ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়ছিল। বর্তমানে সেই রাজু কোটি কোটি টাকার মালিক!কি ভাবে সম্ভব?সমিতিতে ব্যাপক দুর্নীতি হয়েছে।সমিতিতে যাতে নির্বাচনের মধ্য দিয়ে পরিচালন কমিটি গঠিত হয় সেই দাবীই করছি।’
অন্যদিকে সমবায় ম্যানেজার রাজু সরদার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ১০০ দিনের টাকা তুলে দেওয়ার জন্য বিশেষ ভাবে চাপ দেওয়া হয়েছিল।দুর্নীতির সাথে আপোশ করিনি। যারজন্য এমন সব মিথ্যা অভিযোগ তুলছে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct