এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৫০ টিরও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে ৷ শনিবার বনগাঁয় ‘বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’ র আয়োজিত শ্রমিক সমাবেশ থেকে আশাব্যক্ত করলেন নবনির্বাচিত রাজ্যসভার সাংসদ ও আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৷
আর সেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যেই ২০২৫ সালের শুরু থেকেই ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা কর্মী সমর্থকদের ৷ পাশাপাশি সরকারি পরিষেবার ক্ষেত্রে কোনো শ্রমিক যেন বঞ্চিত না হন সে বিষয়েও নেতৃত্বদের সচেতনতার বার্তা দিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের প্রত্যেকটি শ্রমিক ভাইকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা’র আওতায় আনতে হবে ৷’ অসংগঠিত শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন সামাজিক ও আর্থিক সুরক্ষার ব্যবস্থা করেছেন । অন্য দিকে তখন কেন্দ্রের বিজেপি সরকার নতুন করে সর্বনাশা শ্রম কোড লাগু করার চেষ্টা করছে বলেও দাবি করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় । কেন্দ্রের বিজেপি সরকার ২৯টি শ্রম আইন বাতিল করে ৪টি শ্রমকোড তৈরি করেছিল। সেখানে ৮ ঘণ্টা কাজের বদলে ১২ ঘণ্টা বা তার বেশি কাজ করতে হবে কোনও ওভারটাইম ছাড়াই । প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই সর্বনাশা শ্রমকোডের বিরোধিতা করেন বলেও উল্লেখ করেন ঋতব্রত ৷
এ দিন বনগাঁয় ‘বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষের নেতৃত্বে শনিবার ওই শ্রমিক সমাবেশের পাশাপাশি রক্তদান ও বস্ত্রদান কর্মসূচিরও আয়োজন করা হয় । এদিন রক্তদান শিবিরে তৃণমূল শ্রমিক সংগঠনের বিভিন্ন ট্রেড ইউনিয়নের প্রায় এক হাজার জন শ্রমিক রক্তদান করেন পাশাপাশি কয়েক হাজার বস্ত্রও বিতরণ করা হয় ৷ বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি’র এই উদ্যোগকে সাধুবাদ জানান রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধায়ক বীনা মন্ডল, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল শেঠ, গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা শংকর দত্ত, তৃণমূল নেতৃত্ব নারায়ণ কর, মনোজ চক্রবর্তী, ইলা বাগচি, ইমরান হোসেন প্রমুখ ৷ বনগাঁর খেটে খাওয়া মেহনতি শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়ে এ দিন নারায়ণ ঘোষ বলেন, ‘আজ কর্মসূচি সার্থক হয়েছে, আমাদের নেতৃত্ব মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আমাদেরকে অনুপ্রাণিত করে গেলেন ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct