নিজস্ব প্রতিবেদক, মালদা, আপনজন: সাত দিন ধরে নিখোঁজ ইঞ্জিনিয়ারিং ছাত্রী। পুলিশি তদন্তে হয়নি কোন কিনারা। তারপরে হঠাৎ অচেনা নম্বর থেকে মেসেজ। মেয়ের খোঁজ ঠিকানা দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা দাবি। দুশ্চিন্তায় আশঙ্কায় ভেঙে পড়েছে পরিবারের লোকেরা।
মন্ত্রীকে বলার পরেও তদন্ত নিয়ে এখনও আধারে পরিবারের লোকেরা। মালদার হরিশ্চন্দ্রপুর থানার বারদুয়ারির বাসিন্দা দীপ্তি ভগত(২০)।
ঝাড়খণ্ডের দুমকায় ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী।
গত রবিবার বাড়ি থেকে বের হন কলেজ যাওয়ার উদ্দেশ্যে। কুলিক এক্সপ্রেস করে নামার কথা ছিল রামপুরহাটে। কিন্তু মাঝপথে হঠাৎ ফারাক্কায় নেমে যায়। স্টেশনের সিসিটিভি ফুটেজে সেটা দেখা যায়। তারপর এনটিপিসি নেতাজি সেতু থেকে উদ্ধার হয় ওই ছাত্রীর ব্যাগ মোবাইল সহ যাবতীয় সরঞ্জাম। পরিবারের লোক আশঙ্কা করে তাদের মেয়ের কিছু হয়ে গেছে।
পুলিশের তদন্তে উঠে আসে দাদুর বাড়ির দিকের এক পরিচিত মধুসূদন মাহাতো নামে এক যুবকের সঙ্গে বারবার ফোনে কথা বলতো ওই ছাত্রী।যদিও এই কথা বলার বিষয় নিয়ে জানে না পরিবারের লোক। তারপরে শুক্রবার রাতে এই মেসেজ আসে। সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। যে নম্বর থেকে এই মেসেজ এসেছে তা খতিয়ে দেখছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct