নিজস্ব প্রতিবেদক, হলদিয়া, আপনজন: হলদিয়ার সুতাহাটায় প্রকাশ্য সমাবেশে সম্প্রীতির ভাষা দিয়ে শুভেন্দুর জিহাদের জবাব দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান। শনিবার অল ইন্ডিয়া তৌহিদী জনতার ডাকে সুতাহাটায় ওয়াকফ সুরক্ষা ও সম্প্রীতি সমাবেশের বক্তব্য রাখেন সংখ্যালঘু যুব ফেডারেশন রাজ্য সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, তৌহিদী জনতার সভাপতি মাওলানা হাসিবুর রহমান, বেঙ্গল ভলেন্টিয়ার্স এর রাজিব কান্তি রায়, বিগ ফাদার যীশু, নজরুল আলী খান প্রমূখ বক্তব্য রাখেন।
কামরুজ্জামান বলেন মুসলমানদের জিহাদি বা পাকিস্তানি তকমা দিয়ে ভয় দেখানো যাবে না। মুসলমানদের পূর্বপুরুষরা স্বাধীন ভারতের জন্য লড়াই করেছেন। আর বর্তমান প্রজন্ম দেশের উন্নয়ন, বিকাশ ও ধর্মনিরপেক্ষ সংবিধানের সুরক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। মুসলমানদের গালি দেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কামরুজ্জামান বলেন ওটা শুভেন্দুর জ্ঞানের সংকীর্ণতা। বলেন বিজেপি দেশ চালাতে ব্যস্ত হয়ে কেবল ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে। অল ইন্ডিয়া তৌহিদী জনতার সভাপতি মাওলানা হাসিবুর রহমান বিজেপি নেতার সাম্প্রদায়িক বক্তব্যের দ্যার্থহীন ভাষায় সোচ্চার প্রতিবাদ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct