সুরজীৎ আদক, উলুবেড়িয়া, আপনজন: উলুবেড়িয়া-১নং ব্লকের বাগান্ডায় রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রাসার (উচ্চ মাধ্যমিক)সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শুরু হল শনিবার থেকে। এদিন অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের পূর্ত,জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী পুলক রায়। মন্ত্রী পুলক রায় জানান,”রাজ্যে মা মাটি মানুষের সরকারের আমলে এই মাদ্রাসায় শিক্ষা ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে। এখানে আগে যেখানে এই মাদ্রসায় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল মাত্র ৪০০ বর্তমানে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৩৪৭। আগে এখানে ৯ জন শিক্ষক শিক্ষিকা থাকলেও বর্তমানে সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৮”। মাদ্রাসায় শিক্ষিকাদের জন্য আগামী এক সপ্তাহের মধ্যে একটি রিফ্রেসমেন্ট কক্ষ নির্মাণের প্রতিশ্রুতি দেন মন্ত্রী।এদিন মাদ্রসার প্রধান শিক্ষক আনিসুর রহমান মল্লিকের লেখা সুবর্ণ স্মরণে রণমহল ক্বোরানীয়া হাই মাদ্রসা শীর্ষক একটি পুস্তকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী।এদিনের এই অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়া-১নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক,পঞ্চায়েত সমিতির সভাপতি অতীন্দ্র শেখর প্রামাণিক,ধূলাসিমলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান গোপীনাথ ব্যানার্জি,বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়
সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct