নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। ৯ জানুয়ারি শুরু হয়েছে মেলা। ১৬ই জানুয়ারি পর্যন্ত চলবে এই গঙ্গাসাগর মেলা। অনুমানিক কয়েক লক্ষ মানুষ এর সমাগমে প্রত্যেক বছরই গঙ্গাসাগরে আসেন লক্ষ লক্ষ পূর্নার্থী। তাদের এই নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের জায়গায় জায়গায় হেল্প চেকআপ ক্যাম্প খুলেছে। বিশেষ শ্রদ্ধা সহায়তার জন্য ও তাদের নিরাপত্তার জন্য পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। গঙ্গাসাগর মেলা উপলক্ষে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। ভিন রাজ্য থেকে আসা পর্যটক ও পূর্নার্থীরা গঙ্গাসাগরে যাতে কোন ধরনের অসুবিধার সম্মুখীন না হন তার জন্য রাজ্যের পুলিশ এবং প্রশাসন কড়া নজরদারির ব্যবস্থা করেছে। কলকাতার বাবুঘাট সংলগ্ন আউটট্রাম গঙ্গার ঘাটে বেশ কিছু বিশ্রাম শিবির তৈরি করা হয়েছে সাধু সন্ন্যাসীদের জন্য। সেখানে বিশেষ সুবিধা পানীয় জল, শারীরিক চিকিৎসার জন্য বুথ এবং সহায়তা কেন্দ্র সিসিটিভি ক্যামেরা দিয়ে গোটা চত্বরটাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার দরুন। যাতে সাধু সন্ন্যাসীদের কোনভাবেই অসুবিধার সম্মুখীন না হতে হয়। সেই সাথে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা রক্ষী। ফায়ার ব্রিগেডের ও ব্যবস্থা রয়েছে।এছাড়া সমগ্র গঙ্গাসাগর মেলাকে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে গঙ্গাসাগরে মেগা কন্ট্রোল রুমের ও সূচনা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct