মোহাম্মদ জাকারিয়া, ডালখোলা, আপনজন: উত্তর দিনাজপুরের ডালখোলা হাই স্কুল প্রাঙ্গণে শনিবার সিপিআই(এম)-এর ২৪তম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র, সম্প্রীতি ও ঐক্য রক্ষার আহ্বান জানিয়ে এক বিশাল জনসভা আয়োজন করা হয়। সমাবেশে কৃষি ফসলের এমএসপি আইন কার্যকর, ঋণ মুকুব, চারটি শ্রম কোড বাতিল এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রের সুরক্ষার দাবি ওঠে। বেকার যুবকদের কর্মসংস্থান, খেতমজুরদের জন্য বছরে ২০০ দিনের কাজ এবং দৈনিক ৬০০ টাকার মজুরি নিশ্চিত করার দাবিও তোলা হয়। নারী নিরাপত্তা ও খুন-ধর্ষণের বিচারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মুহাম্মদ সেলিম কেন্দ্রীয় সরকারের ভূমিকা ও তৃণমূলের দুর্নীতি নিয়ে তীব্র সমালোচনা করেন। মানুষের স্বার্থে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct