আপনজন ডেস্ক: ভিনিসিয়ুস জুনিয়রের বয়স মাত্র ২৪ বছর। ক্যারিয়ারের প্রায় পুরোটাই এখন তাঁর সামনে পড়ে আছে। কিন্তু রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা এ বয়সেই সম্ভবত ভবিষ্যতের পথরেখা ঠিক করে ফেলেছেন। ক্লাবের মালিক হতে চান। ইএসপিএনকে একটি সূত্র জানিয়েছে, পর্তুগালে দ্বিতীয় বিভাগ ফুটবলের একটি ক্লাব কেনার কথা ভাবছেন ভিনিসিয়ুস।
পর্তুগালের দ্বিতীয় বিভাগে ১৮টি ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, এর মধ্যে একটি ক্লাব কিনতে আলোচনা শুরু করেছেন ভিনিসিয়ুস। তাঁর এই প্রচেষ্টায় একটি বিনিয়োগ প্রতিষ্ঠান পাশে আছে।
স্পেনের রেডিও স্টেশন কাদেনা কোপের সাংবাদিক রবার্তো আন্তোলিন ভিনিসিয়ুসের ক্লাব কিনতে আলোচনা শুরুর খবর প্রথম প্রকাশ করেন।
স্প্যানিশ সুপার কাপের ফাইনাল খেলতে ভিনিসিয়ুস এখন রিয়ালের সঙ্গে সৌদি আরবে। সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল। জেদ্দায় আগামীকাল রাত একটায় ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। ইএসপিএন জানিয়েছে, ব্যবসায়িক চিন্তাভাবনায় বৈচিত্র্য আনতে অবসর–পরবর্তী জীবন মাথায় রেখে ক্লাব কেনার কথা ভাবছেন ভিনি। তবে গ্লোবো জানিয়েছে, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ভিনিসিয়ুস ঠিক কোন ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন, সেটাও নিশ্চিত করে জানা যায়নি।
তবে যুক্তরাষ্ট্রের ব্যবসা-বাণিজ্যভিত্তিক সাময়িকী ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, আলভেরকা ক্লাব কেনার বিষয়ে সম্ভবত দর-কষাকষি চালিয়ে যাচ্ছেন ভিনি। পর্তুগালের রাজধানী লিসবনের উপকণ্ঠে অবস্থিত আলভেরকা দো রিবাতেয়ো শহরে অবস্থিত ক্লাবটি। পর্তুগালের দ্বিতীয় বিভাগ লিগ টেবিলের এখন আটে রয়েছে আলভেরকা। পর্তুগালের সংবাদমাধ্যম ‘রেকর্ড’–এর সূত্র ধরে এই খবর জানিয়েছে ফোর্বস। পর্তুগিজ সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুই পক্ষের চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। ক্লাবটি কিনতে ভিনি নাকি ১ কোটি ২ লাখ ৫০ হাজার ডলারের (বাংলাদেশি টাকায় প্রায় ১২২ কোটি ৫৫ লাখ টাকা) প্রস্তাব রেখেছেন আলোচনার টেবিলে।
ফোর্বসের হিসাবে এ বছর ৫ কোটি ৫০ লাখ ডলার আয় করবেন ভিনি। বেতন হিসেবে পাবেন ৪ কোটি ডলার এবং তার পাশাপাশি আরও দেড় কোটি ডলার পাবেন বিভিন্ন স্পনসর চুক্তি থেকে। ২০২৪ সালে ফোর্বসের সর্বোচ্চ আয় করা ফুটবল তারকাদের মধ্যে সাতে ছিলেন ভিনি।
গ্যাটোরেড, পেপসি, ইউনিলিভারের সঙ্গে ভিনির ব্যক্তিগত কিছু স্পনসর আছে। এ ছাড়া ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে তাঁর। এবারের ফিফা ‘বেস্ট’জয়ী ভিনি আইনি লড়াইয়ের পর নাইকির সঙ্গে নতুন এক চুক্তি করেছেন, যার অধীন যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় অন্যতম হাই-প্রোফাইল তারকাও তিনি। যুক্তরাষ্ট্রের বিনোদন প্রতিষ্ঠান রক নেশন ভিনিসিয়ুসের এজেন্ট। এনবিএ এবং এনএফএলের মতো অন্যান্য খেলার ভুবনের তারকাদের সঙ্গেও ভালো যোগাযোগ রয়েছে তাঁর। ব্রাজিলে ভিনিসিয়ুস জুনিয়র ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠান আছে ভিনির। এই প্রতিষ্ঠানের মাধ্যমে সামাজিক বিভিন্ন সেবামূলক খাতে তিনি বিনিয়োগ করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct