মতিয়ার রহমান, মহেশতলা, আপনজন: একবিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির বদান্যতায় মানব সভ্যতার চোখ ধাঁধানো অগ্রগতি একদিকে যেমন অনস্বীকার্য তেমনি চাঁদের বুকে কলঙ্কের ন্যায় মাদকদ্রব্যের মতো মারন নেশার ছোবল, নারী পাচার, বাল্যবিবাহ, রাফ ড্রাইভিং, চায়না মানজার ব্যবহারে ফলে পথচারীদের দুর্ঘটনা ও মৃত্যুর মতো নানাবিধ সমস্যা এবং সামাজিক ব্যাধি সভ্যতার যাত্রাপথে আজও কন্টক স্বরূপ। এই সকল জ্বলন্ত সমস্যা থেকে মুক্তির উপায় অনশনে এবং সচেতনতা গড়ে তুলতে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত মহেশতলা থানার উদ্যোগে শনিবার বাটা মোড় -এ “গো কাট্টা” নামে এক মনোমুগ্ধকর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনসচেতনতার উদ্দেশ্যে ম্যারাথন দৌড়, ঘুড়ি উৎসব এবং বেশ কয়েকটি পথনাটিকা সংগঠিত হয়। আকড়া হাই মাদ্রাসার উদ্যোগে ড্রাগের বিরুদ্ধে পথনাটিকা সকলের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার অম্লান কুসুম ঘোষ, এসপি রাহুল গোস্বামী, ডিএসপি কামরুজ্জামান মোল্লা, মহেশতলা থানার আইসি তাপস সিংহ, মহেশতলা পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলার, প্রখ্যাত খেলোয়াড়, ক্লাব কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা। এসপি রাহুল গোস্বামী “গো কাট্টা” বিষয়টি ব্যাখ্যা করে বলেন যে এর মধ্য দিয়ে আমরা সাধারন মানুষকে এই বার্তা দিতে চাইছি যে আমরা যেমন বাঁচা এবং জীবন যুদ্ধের জন্য দৌড়াই, ঘুড়ি ও তেমন আকাশের দিকে ছুটে যায়, ঠিক একইভাবে মানব সভ্যতা ও সামনের দিকে এগিয়ে চলেছে। চায়না মানজা ব্যবহার করার ফলে বহু দুর্ঘটনা ঘটছে তাই আমরা এমন কিছু ব্যবহার করব না বা আমরা এমন কিছু কাজ করব না যাতে আমার দ্বারা অন্যের এবং গোটা সমাজেরক্ষতি সাধন হয়। মহেশতলা থানার আইসি তাপস সিংহ বলেন যুব সমাজই জাতির শিরদাঁড়া। যুব সমাজের অবক্ষয়ের পেছনে কখনোই মাদক নয়, আজকের নৈতিক অবক্ষয় পারিবারিক অসচেতনতার কারণে অবক্ষয় ঘটেছে এবং সেই অবক্ষয় তাকে টেনে নিয়ে যাচ্ছে মাদকের মতো সর্বনাশ অন্ধকার জগতের দিকে দিকে। তাই যখনই সুশিক্ষা, ধর্মীয় শিক্ষা, মূল্যবোধের শিক্ষা ,পারিবারিক অসচেতনতা অভাব হচ্ছে ঠিক তখনই নৈতিক অবক্ষয় ঘটছে এবং ঠিক তখনই আজকের এই তাজা তরুণ-তরুণীরা এই নানাবিধ সামাজিক ব্যাধির শিকার হচ্ছে তাই জনসচেতনতা বাড়িয়ে এই সামাজিক ব্যাধি গুলোকে আমাদের যে কোন মূল্যে রোধ করতে হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct