আপনজন ডেস্ক: দীর্ঘ অপেক্ষার পর ভারত দলে ফিরলেন মোহাম্মদ শামি। ঘরের মাঠে ২২ জানুয়ারি শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দলে ৩৪ বছর বয়সী এই বোলারকে রেখেছেন ভারতের নির্বাচকেরা। ২০২৩ সালের নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর আর ভারতের হয়ে খেলেননি শামি। বিশ্বকাপের পর অ্যাঙ্কেলের অস্ত্রোপচার করিয়েছিলেন। ভুগেছেন হাঁটুর সমস্যায়ও। চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে যাওয়ার আগে বিশ্বকাপের সর্বোচ্চ (২৪) উইকেটশিকারি ছিলেন শামি।
সূর্যকুমার যাদবকে অধিনায়ক রেখে টি–টোয়েন্টির দল দিলেও ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি ভারত। এমনকি চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের প্রাথমিক দলও দেয়নি তারা। চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল দেওয়ার শেষ সময় আগামীকাল। ভারতের সংবাদমাধ্যমে অবশ্য খবর এসেছে চ্যাম্পিয়নস ট্রফির দল দিতে দেরি হবে ভারতের। এর জন্য তারা আইসিসির কাছে সময় বাড়ানোর আবেদন করেছে।
টি–টোয়েন্টি সিরিজের ১৫ সদস্যের দলে চোটের কারণে নেই যশপ্রীত বুমরা। দলে নেই উইকেটকিপার–ব্যাটসম্যান ঋষভ পন্তও। তাঁর সঙ্গে বিশ্রাম দেওয়া হয়েছে যশস্বী জয়সোয়াল ও শুবমান গিলকেও। ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টির দলে আছেন দুই উইকেটকিপার—সঞ্জু স্যামসন ও ধ্রুব জুরেল। কাঁধের চোটের কারণে দলে নেই ব্যাটিং অলরাউন্ডার রিয়ান পরাগ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বছরের নভেম্বরে ৩–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজ জেতা ভারত দল থেকে বাদ পড়েছেন রামনদীপ সিং, জিতেশ শর্মা, আবেশ খান, যশ দয়াল ও বিজয়কুমার ভাইসাক। তাঁদের জায়গায় দলে এসেছেন নীতীশ কুমার রেড্ডি, হরষিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দর।
ভারতের হয়ে না খেললেও গত বছরের নভেম্বরে ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন শামি। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বাংলার হয়ে ৯টি টি–টোয়েন্টি ম্যাচের সব কটিই খেলেছেন। ৭.৮৫ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন তিনি। তবে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলেছেন মাত্র তিনটি, ২৫.৮০ গড়ে নিয়েছেন ৫ উইকেট। গত মাসে বোর্ডার–গাভাস্কার ট্রফির সময় ভারতের টেস্ট দলে ডাক পাওয়ার আলোচনায় ছিলেন শামি। তবে তাঁর ফিটনেস সম্পর্কে ধারণা পেতে সময় নিয়েছে নির্বাচক কমিটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct