আপনজন ডেস্ক: সিরিয়ায় বিদ্রোহীদের আন্দোলনের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি এক কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সিরিয়ার একটি পর্যবেক্ষক এই তথ্য জানিয়েছে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত ও তথ্যদাতা সরকারি স্থানীয় এক কর্মকর্তাকে শুক্রবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আসাদের অধীনে একজন তথ্যদাতা বলে অভিযোগ করে। এএফপি যোগাযোগ করলে দামেস্ক কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধের জবাব দেয়নি।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দেশটির নতুন শাসকদের সঙ্গে যুক্ত যোদ্ধারা শুক্রবার সকালে মাজেন কেনেহ নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। ব্রিটেন-ভিত্তিক পর্যবেক্ষক জানিয়েছে, রাজধানী দামেস্কের শহরতলির দুম্মারের রাস্তায় যোদ্ধারা কেনেহকে মাথায় গুলি করে।সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, তার বিরুদ্ধে বিদ্বেষপরায়ণ নিরাপত্তা প্রতিবেদন লেখার অভিযোগ তোলা হয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct