আপনজন ডেস্ক: ইতিমধ্যেই এইচএমপিভি নিয়ে খুব ভীত ভারতের জনগণ। এমন আতঙ্তের মধ্যেই একটি অদ্ভুত রোগ দেখা যাচ্ছে দেশটির মহারাষ্ট্রের বুলধানা জেলার তিনটি গ্রামে। গ্রামবাসীদের দাবি, একটি অদ্ভুত রোগ ছড়িয়ে পড়েছে গ্রামে। যেখানে মানুষের চুল হঠাৎ পড়ে যাচ্ছে।
মাত্র তিন দিনেই ফাঁকা হচ্ছে মাথা। হঠাৎ চুল পড়া ও টাক পড়ার সমস্যায় ভুগছেন নারী-পুরুষ ও শিশুরা। বুলধানা জেলার এসব গ্রামের প্রায় ৩০ থেকে ৪০ জন লোক জানিয়েছেন, তাদের চুল হঠাৎ অনেকটাই পড়ে গেছে। এরপরই তদন্ত শুরু করেছেন স্বাস্থ্য় কর্মকর্তারা। এই ঘটনায় সবচেয়ে আশ্বর্যজনক বিষয় হলো, কিছু কিছু ক্ষেত্রে মানুষের চুল মাত্র কয়েকদিনের মধ্যেই পুরোপুরি পড়ে গেছে। হঠাৎ চুল পড়া কোনো রোগ না অন্য কোনো কারণে তা ঘিরে রহস্য তৈরি হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর গোটা জেলায় চুল নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct